৫০ স্টিম পাওয়ার আপ করার জন্যে আপনাকে অনেক সাধুবাদ ।
এবং শুভকামনা রইল যেন আপনি আপনার টার্গেটে পৌছাতে পারেন অতিদ্রুত।
ক্ষুদে স্বাস্থ্যবার্তা
যখন কেউ স্ট্রেস এ থাকে (stressful conditions) তখন অনেক সময়, আগে থেকে ডায়াবেটিস না থাকলেও, সাময়িক ভাবে কিছু সময়ের জন্য, তার রক্তের সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় বেশী হয়ে যেতে পারে। যখন এক ব্যক্তি কোন স্ট্রেসে থাকে তখন তার শরীর বিভিন্ন ভাবে তার প্রতিক্রিয়া দেখায়। যেমন তার শরীরে কিছু স্ট্রেস হরমোনের (কর্টিসল, গ্রোথ হরমোন, ক্যাটেকোলামিন ইত্যাদি) পরিমান বেড়ে যায় । এই বর্ধিত স্ট্রেস হরমোন গুলো ইনসুলিনের কাজে ব্যাঘাত ঘটায় বা ইনসুলিনের কাজের বিপরীত কাজ করে। ইনসুলিন যেখানে রক্তের সুগারকে স্বাভাবিক মাত্রার মধ্যে রাখে, এই স্ট্রেস হরমোন গুলোর অধিক মাত্রার উপস্থিতিতে রক্তের সুগার স্বাভাবিক মাত্রার চেয়ে বেশী হয় যেতে পারে। এই অবস্থায় রক্তের সুগার পরিমাপ করে বেশী পাওয়া গেলে এটাকে স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া (stress hyperglycemia) বলে। স্ট্রেস কেটে গেলে রক্তের সুগার আবার স্বাভাবিকে নেমে আসে।