চকচক করলে সোনা হয় না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চকচক করলে সোনা হয় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


multi-colored-8779251_1280.webp



লিংক

এই পৃথিবীতে যদি আমরা মানুষের সৌন্দর্য এবং অর্থ দেখে তাদেরকে বিচার বিবেচনা করে থাকি তাহলে এটি কিন্তু সবথেকে বড় একটি ভুলের ব্যাপার হয়ে দাঁড়াবে। কেননা আমার মনে হয় যে পৃথিবীতে সব কিছু চকচক করলে কখনো সোনা হয় না। আসলে আপনারা এই সমাজের বিভিন্ন ধরনের লোক দেখতে পাবেন। কারো কারো দেখে সর্বপ্রথম আমার মনে হবে যে এই লোকগুলো কখনো সম্মান পাওয়ার যোগ্য না এবং এরা বিভিন্ন নোংরাভাবে জীবন যাপন করে। কিন্তু এসব লোকেদের ভিতরে যখন আমরা ঢুকে তাদের আসল পরিচয় জানতে পারি তখন এইসব লোকেদের প্রতি ঘৃণা ভুলে গিয়ে তাদের আমরা আস্তে আস্তে করে ভালবাসতে শিখি। আসলে এইসব লোকেরা আমাদের কখনো ক্ষতি করে না বরং সব সময় উপকার করার জন্য চেষ্টা করে।


আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদেরকে বড় করে তুলে ধরার চেষ্টা করে এবং অন্যদেরকে ছোট করে কিভাবে তাদের জায়গাগুলো দখল করা যায় সেইসব চিন্তাভাবনা করতে থাকবে। কিন্তু এই পৃথিবীতে কারো জায়গা কেউ কখনো দখল করে নিতে পারে না। অর্থাৎ বাস্তব জীবনে আপনার অর্থ সম্পত্তির কেউ কেড়ে নিলেও আপনার গুণগুলো কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আসলে আমার মনে হয় যে যার চরিত্র এবং গুণ সব থেকে ভালো সে হলো পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। আসলে চরিত্রের কাছে অন্য কোন জিনিস কখনো পাত্তা পেতে পারে না। আর এজন্য আমাদের এমন ভাবে জীবনে বড় হতে হবে যাতে করে আমরা অন্যের কাছ থেকে ভালোবাসা পাই এবং অন্য কেউ আমাদের কখনো ঘৃণা না করে। আমরা মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারবো সারা জীবন।


কিন্তু বিভিন্ন মনীষীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখেছেন যে যারা সমাজে বাবু হয়ে চলার চেষ্টা করে এবং অন্যের উপকার করে না তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। কেননা উপরের দিক থেকে তাদের চকচক করলেও ভেতরের দিক থেকে তারা একদম মোটেও ভালো নয়। আসলে এজন্য আমরা সবসময় চেষ্টা করব যে নিজেদের অবস্থান যাই হোক না কেন আমরা সবসময় মনের দিক থেকে সৎ থাকার চেষ্টা করব এবং মানুষের উপকার করার চেষ্টা করব। আর এর মাধ্যমে আমাদের কিন্তু মানুষ আমাদের উপরের দিক থেকে কখনো ভালবাসবে না। তারা সব সময় আমাদের মনের থেকে ভালোবাসবে এবং কখনো আমাদের ছেড়ে দূরে থাকার চেষ্টা করবে না। আর এর মাধ্যমে কিন্তু আমরা জীবনে অনেক উঁচু পর্যায়ে পৌঁছে যেতে পারবো।


আর এজন্য আমাদের সবার মন মানসিকতাকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং মানুষের সাহায্যে কিভাবে আসা যায় সেই চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি মানুষের সাহায্যে চলে আসতে পারি তাহলে মানুষ আমাদেরকে সবসময় মনে রাখবে এবং আমরা যদি কোন ধরনের বিপদে পড়ি তখন তারাও কিন্তু আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে। আর এভাবে আমরা সমাজে মানুষের মনের ভেতর থেকে ভালোবাসা পেতে পারবো এবং তারা আমাদের সব সময় মনে রাখবে। তাইতো আমরা কখনো কোন জিনিস চকচক করলে সেই জিনিসটাকে তেমন একটা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো না। কেননা খাঁটি সোনা কিন্তু কখনো চকচক করে না। আর এজন্য আমরা সব সময় স্বাভাবিকভাবে জীবন যাপন করার চেষ্টা করবো এবং সবাইকে নিয়ে একই সাথে চলার চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 yesterday 

একটা বিষয় ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী হয় না। সমাজে কিছু জ্ঞানী নামের মূর্খ মানুষ থাকে যারা নিজের ঢোল নিজে পিটিয়ে চলতে পছন্দ করে। দিনশেষে তারা মানুষের কাছে বোকার পাত্র। নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। কিছু সময় দেখা যায় অনেক মানুষকে অপমান করে নিচু করে রাখে এবং নিজেদেরকে উঁচুতে উঠানোর চেষ্টা করে। দিনশেষে তারা কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা হারিয়ে ফেলে। কারণ তারা যতই নিজেকে বড় মনে করুক বড় কিন্তু নয়।