একটা বিষয় ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী হয় না। সমাজে কিছু জ্ঞানী নামের মূর্খ মানুষ থাকে যারা নিজের ঢোল নিজে পিটিয়ে চলতে পছন্দ করে। দিনশেষে তারা মানুষের কাছে বোকার পাত্র। নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। কিছু সময় দেখা যায় অনেক মানুষকে অপমান করে নিচু করে রাখে এবং নিজেদেরকে উঁচুতে উঠানোর চেষ্টা করে। দিনশেষে তারা কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা হারিয়ে ফেলে। কারণ তারা যতই নিজেকে বড় মনে করুক বড় কিন্তু নয়।