আমার কাছে খুবই ভালো লাগে আপনার সেই জাম গাছের প্রতি এত সুন্দর ভালোবাসা রয়েছে জেনে। গত বছর আপনারা গিয়েছিলেন সেটা আমার মনে আছে এবারও আপনি গিয়েছেন দেখে ভালো লাগলো। আমারও ইচ্ছে করে কোন একদিন সেখানে ঘুরে আসি। শুনেছি নোনার বিল থেকে সেখানে অনেক কাছে। এবার যদি ঘুরতে যাই অবশ্যই দেখতে যাব গাছটা।
ইনশাল্লাহ থেকে যাবে আজীবন