আমার প্রিয় জাম গাছের ভিডিও
আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে আমার ভালো লাগার প্রিয় জাম গাছটার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার অনুভূতি একদম মন থেকে বোঝার চেষ্টা করবেন। তাহলে চলুন ভিডিওটা প্লে করি।
Photo Editing by PicsArt app
Infinix Hot 11s
হয়তো আমার এই ভিডিওটা অনেকের কাছে অতি তুচ্ছ মনে হতে পারে। তবে বিস্তারিত আলোচনা করার পূর্বেই বলি যারা ইট পাথরের চার দেয়ালের মাঝে থাকে, তারা এমন মনোরম পরিবেশ খুজে পেতে এমনকি এমন স্থানে আসতে অনেকটা স্ট্রাগল করে। পারিবারিক কাজকর্ম গুছিয়ে বেশ পথে খরচ করে তারপর এমন লোকেশানে আসা সম্ভব। এদিকে আমি গ্রামে বসবাস করার ফলে এমন লোকেশনে আসতে বেশি একটা সমস্যার সম্মুখীন হতে হয় না। বেশি একটা কাজকর্ম গুছিয়ে বের হওয়ার চিন্তা করতে হয় না। তবে যে লোকেশন টা ভিডিও করে দেখালাম এটা অতি প্রিয় একটি স্থান। ছোটবেলার সেই স্মৃতিটা ধরে রাখতেই বছরে দু'একবার এই জায়গাতে আসা হয়। দীর্ঘ দেড় কিলো পথ অতিক্রম করে স্মৃতির টানে বারবার ছুটে আসা। চাইলে তিন কিলো পথ মোটরসাইকেলে বসে রিলাক্সে আসা যায়। কিন্তু তাতে যে ভালোলাগাটা কমতি হয়ে যাবে। কারণ প্রথম যেদিন এই গাছ বন্ধুর সাথে আমার দেখা ছিল সেদিন পায়ে হেঁটে এসেছিলাম।
Photography device: Infinix hot 11s
location
জাম গাছটা সেই আগের মত যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে একই স্থানে। প্রথম গাছটার সাথে পরিচয় ২০০৭ সালে। এরপর থেকে দীর্ঘদিন আসার সুযোগ হয়নি। সম্ভবত ২০১০-১১ সালে এসেছিলাম। এরপর ১৪ ১৫ ১৬ সালের দিকে বেশ কয়েকবার এখানে উপস্থিত হয়েছি। তারপর সুযোগ পেলেই প্রত্যেক বছরে জাম ধরার সময় আবার বছরের প্রথম দিকে এই স্থানে এসেছি। মূলত এই স্থানটাতে এসেছি এই জাম গাছটার জন্য। এদিকে ওদিকে বেশ অনেক জায়গা অনেক সুন্দর লোকেশন থাকতে পারে তবুও সেদিকে তাকানো হয় না। কিন্তু এই জাম গাছটার প্রতি অন্যরকম ভালোলাগা, আমাকে মায়ার বাঁধনে বেধেছে।
Video device: Infinix hot 11s
location
দীর্ঘ ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত আমার লাইফে অনেকজন আপন হয়েছে আবার পর হয়েছে। হাই স্কুল লাইফ ইন্টার লাইভ অনার্স লাইফ মাস্টার্স লাইফে অনেক বন্ধু-বান্ধবীদের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে আবার সময়ের ব্যবধানে সবার দূরত্ব সৃষ্টি হয়েছে। আবার এরই মাঝে অনেকের সাথে অনেক সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েও যেন কোনো কারণে এতটা তফাৎ সৃষ্টি হয়েছে যাদের সাথে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে হবে না। কিন্তু সেই দেখা জাম গাছটা যেন আজও মায়ার বাঁধনে বেঁধে রেখেছে আমায়। জানিনা কোনদিন কোন মালিক গাছটাকে কেটে ফেলবে বা নিজ প্রয়োজনে নষ্ট করে ফেলবে কিনা। তবুও যতদিন গাছটা রয়েছে আমি সুযোগ পেলেই চেষ্টা করব তার পাশে উপস্থিত হওয়ার জন্য। মানুষ মানুষের উপকারে আসে আবার ক্ষতিও করে। কিন্তু গাছ কখনো মানুষকে ক্ষতি করে না। ফল দিয়ে, ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে বিভিন্নভাবে মানুষকে উপকার করতেই থাকে। প্রথম অনুভূতিটা আপনাদের মাঝে গল্প আকারে শেয়ার করব। হয়তো ভিডিওটা প্লে করলে অনেক কিছু জানতে পারবেন। তবে এখনকার মত শুধু একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব। বেশি বেশি গাছ লাগান এবং গাছকে ভালবাসুন। গাছ কখনো আপনার ক্ষতি করবে না। একটি গাছ লাগালে ১০০ জন মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মায়ার বন্ধন ছিন্ন করাটা কখনোই ঠিক নয়। অত্যন্ত একবার হলেও সুযোগ বুঝে প্রিয় স্থানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। দেখবেন অনেক প্রশান্তি মিলবে। যে প্রশান্তি মানুষও দিতে পারে না। কিন্তু প্রাকৃতিক পরিবেশের মাঝে প্রশান্তি এমনিতেই ধরা দিবে।
Photography device: Infinix hot 11s
location
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | জাম গাছ |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
দারুন ,দারুন। আপনার শৈশবের স্মৃতিময় জাম গাছকে কেন্দ্র করে মনোমুগ্ধকর একটি ভিডিওগ্রাফি উপভোগ করলাম। ভিডিওগ্রাফির পুরো সময়টা যেগুলো তথ্য দিয়েছেন মুখে বলে সত্যিই সেগুলো অসম্ভব সুন্দর ছিল। ছোটবেলায় এরকম বিল বা পুকুরে মাছ ধরার জন্য যখন লোক আসতো অনেক ছেলেপুলে ভিড় জমাতো মাছ ধরা দেখার জন্য। যাইহোক গ্রামে থাকা মানুষগুলো এরকম দৃশ্য প্রতিনিয়তই উপভোগ করে।কিন্তু শহরাঞ্চলের লোকদের তেমনটা সুযোগ হয়না।ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ এখন কিন্তু বিল কমে গেছে
আমার কাছে খুবই ভালো লাগে আপনার সেই জাম গাছের প্রতি এত সুন্দর ভালোবাসা রয়েছে জেনে। গত বছর আপনারা গিয়েছিলেন সেটা আমার মনে আছে এবারও আপনি গিয়েছেন দেখে ভালো লাগলো। আমারও ইচ্ছে করে কোন একদিন সেখানে ঘুরে আসি। শুনেছি নোনার বিল থেকে সেখানে অনেক কাছে। এবার যদি ঘুরতে যাই অবশ্যই দেখতে যাব গাছটা।
ইনশাল্লাহ থেকে যাবে আজীবন
04-10-25