দারুন ,দারুন। আপনার শৈশবের স্মৃতিময় জাম গাছকে কেন্দ্র করে মনোমুগ্ধকর একটি ভিডিওগ্রাফি উপভোগ করলাম। ভিডিওগ্রাফির পুরো সময়টা যেগুলো তথ্য দিয়েছেন মুখে বলে সত্যিই সেগুলো অসম্ভব সুন্দর ছিল। ছোটবেলায় এরকম বিল বা পুকুরে মাছ ধরার জন্য যখন লোক আসতো অনেক ছেলেপুলে ভিড় জমাতো মাছ ধরা দেখার জন্য। যাইহোক গ্রামে থাকা মানুষগুলো এরকম দৃশ্য প্রতিনিয়তই উপভোগ করে।কিন্তু শহরাঞ্চলের লোকদের তেমনটা সুযোগ হয়না।ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ এখন কিন্তু বিল কমে গেছে