হ্যাঁ আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে। আপনি যেটা জানেন আমি সেটা জানি না আবার আমি যেটা জানি আপনি সেটা জানেন না। তাই বলে যেটা জানিনা অন্যের কাছে জানবো না এটা কিন্তু বোকামি। সব সময় চেষ্টা থাকতে হবে সংকোচ দূর করে মানুষের সাথে চলে নতুন কিছু জানার, এতে জ্ঞানের পরিধি বিস্তার লাভ করে। মানুষের কাছে ছোট হয়ে যদি জ্ঞান বৃদ্ধি হয় সেখানে দোষের কিছু নেই বরঞ্চ জ্ঞানের পরিচয় হবে।