কম জানা দোষের নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যখন এই পৃথিবীতে আলো করে এসেছিলাম। এই পৃথিবীর আলো যখন আমরা দেখেছিলাম। তখন কিন্তু আমাদেরকে কেউ কোনো কিছু শিখিয়ে দেয় নি সাথে সাথে। কিংবা আমরা এমন কিছু জ্ঞান নিয়ে পৃথিবীতে আসেনি যে কোনো কিছু শেখার আগেই সবকিছু ধরে ফেলতে পারবো। অর্থাৎ যত সময় পেরিয়েছে, ততোই আমরা কোনো না কোনো কিছু শিখছি। কারণ জীবনের শিখার কোনো কমতি নেই, জানার কোনো কমতি নেই। কারণ একটা মানুষ তার পুরো জীবনের সবকিছু একসাথে শিখতে কিংবা জানতে পারেনা এটা সম্ভব নয়।

অর্থাৎ এটার মানে হলো, কোনো মানুষ স্বয়ংসম্পূর্ণ নয়। কারণ কোনো মানুষ সবকিছু একসাথে জানতে পারে না। সকলের মধ্যেই কোনো না কোনো কমতি কিংবা কম জানা থাকে এখন এটা কিন্তু কোনো দোষের নয়। কারণ আমাদের মধ্যে এমন অনেক মানুষ থাকে। যার কম জানা থাকে। অনেক এ এটা দোষের এবং লজ্জার ভাবে এবং সে কারণেই সে নতুন কোনো কিছু জানতে পারে না। কারণ তার জিজ্ঞেস করাতেই সবচেয়ে বড় ভীতি থাকে এবং এটা আমাদের মধ্যে অনেকের ই হয়ে থাকে। অর্থাৎ কোনো কিছু জানতে ভয় পায়। কারণ সে ভাবে যে, তার সামনের মানুষ হয়তো কোনো কিছু সন্দেহ করবে কিংবা কোনো কিছু নিয়ে লজ্জা দেবে।

কিন্তু আমি বলবো, যারা এই ধরনের লজ্জায় কিংবা সংশয় এ ভোগে। ওদেরকে এসব থেকে বের হয়ে আসার পরামর্শ দেবো। কারণ কম জানা, বারবার জিজ্ঞেস করা এসব কোনো সমস্যা নয়। এসব একেবারে স্বাভাবিক। কারণ আপনার জানা আপনি দশ বার জিজ্ঞেস করে হলেও জেনে নেবেন। অন্য কেউ কে কি ভাবছে এসব নিয়ে ভাবার সময় আপনার সময় থাকার দরকার নেই। কারণ মানুষের কাজ হলো ভাবা এবং মন্দ কমেন্ট করা। তাই এসবকে এতো পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

ABB.gif

Sort:  
 yesterday 

হ্যাঁ আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে। আপনি যেটা জানেন আমি সেটা জানি না আবার আমি যেটা জানি আপনি সেটা জানেন না। তাই বলে যেটা জানিনা অন্যের কাছে জানবো না এটা কিন্তু বোকামি। সব সময় চেষ্টা থাকতে হবে সংকোচ দূর করে মানুষের সাথে চলে নতুন কিছু জানার, এতে জ্ঞানের পরিধি বিস্তার লাভ করে। মানুষের কাছে ছোট হয়ে যদি জ্ঞান বৃদ্ধি হয় সেখানে দোষের কিছু নেই বরঞ্চ জ্ঞানের পরিচয় হবে।