পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে।।
বাংলা ভাষার কমিউনিটি-
Image source-https://pixabay.com/vectors/seasons-year-tree-nature-autumn-2019523/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লকে নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি শিক্ষামূলক জেনারেল ব্লগ শেয়ার করবো। যদি মনোযোগ সহকার ব্লগটি পড়েন তাহলে অবশ্যই উপকার হবে।
পৃথিবীতে অনেক কিছুই পরিবর্তনশীল। তবে সব থেকে বেশি পরিবর্তন হয় মানুষের মন, মানুষের ইচ্ছা ও অনিইচ্ছা। অন্যান্য জিনিস পরিবর্তন হতে সময় লাগলেও মানুষের মন মানসিকতা পরিবর্তন হতে বেশি সময় লাগে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের মন পরিবর্তন হয়। আর এই পরিবর্তনকে যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে যাবো। আপনি আমি পরিবর্তন হওয়ার ইচ্ছা না থাকলেও পরিবর্তনকে মেনে নিতে আমাদেরকে বাধ্য হতে হয়।
নোকিয়া ফোন প্রথমে এন্ড্রয়েড কে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। যার ফলে নোকিয়া ফোন শুধু মার্কেট থেকে নই, মানুষের মন থেকেই হারিয়ে গেছে। একসময় নোকিয়া ফোনের জমজমাট বাজার ছিল। মানুষের মুখে মুখে নোকিয়া ফোন ছিল। অথচ বর্তমান প্রজন্ম জানেই না যে নোকিয়া নামের কোন ফোন কোম্পানি ছিল। যারা পরিবর্তনকে গ্রহণ করেছে তারা আজকে বাজারের শীর্ষে রয়েছে। শুনেছি ইয়াহু নাকি গুগলকে প্রত্যাখ্যান করেছিল। অথচ গুগোল আজকে ইয়াহুকে দশবার কেনার মত ক্ষমতা রাখে। কোন কিছু পরিবর্তন হলে সেটা প্রত্যাখ্যান না করে গ্রহণ করার চেষ্টা করতে হবে। সময়ের সাথে সাথে পরিবর্তনকে মেনে না নিলে হারিয়ে যেতে হবে।
আমরা যেখানেই বসবাস করি না কেন, প্রতিদিন, প্রতিমাসে, প্রতি বছরে কোন না কোন কিছু পরিবর্তন হয়। আর সেটা আমাদেরকে মেনে নিতে হয়। যদি আমরা এই পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত না থাকি, তাহলে আমরা নিজেরাই একা হয়ে যাবো। আমাদের চারপাশের কোন কিছু আমাদের সাথে থাকবে না। এক সময় আমাদের অফিসে বার্ষিক বনভোজনের কোন প্রোগ্রাম হতো না। অথচ এখন প্রতিবছর আমাদের অফিস থেকে বনভোজনের যাওয়ার আয়োজন করা হয়। এটা কিন্তু অনেক বড় একটি পরিবর্তন। যদি আমাদের কোম্পানি নীতিমালা তে এই পরিবর্তনটি না আনতো, তাহলে অনেক কর্মচারী কর্মকর্তা অফিস ছেড়ে চলে যেতো। সেজন্য পারিপার্শ্বিক সবকিছু বিবেচনা করে আমাদের কোম্পানি আর্থিক খরচ হলেও এই নিয়মটি চালু করেছে।
এভাবে আমাদের কর্মের মধ্যেও অনেকটা পরিবর্তন এসেছে। আমি যখন প্রথম দিকে চাকরিতে জয়েন করেছিলাম তখন অধিকাংশ কাজই খাতা কলমের মাধ্যমে কাজ করতে হতো। অথচ এখন শুধু কম্পিউটার নয়, নির্ধারিত একটি সফটওয়্যার এর মাধ্যমে কাজ করতে হয়। যেটি আমাদের কাজের মধ্যে খুব তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে কাজ করতে সহযোগিতা করে। এই সিস্টেমটিও আমাদের অফিসে আগে ছিল না। যেহেতু কাজের মধ্যে পরিবর্তন এসেছে, আমাদের কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে সেই পরিবর্তনকে মেনে নিতে বাধ্য হয়েছে।
এমন ভাবে যে যেখানেই কাজ করে। সেখানে কোন নতুন নিয়ম কানুন চালু করলে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম প্রথম হয়তো নতুন সবকিছু মেনে নিতে আমাদের কষ্ট হয়। কিন্তু ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। নতুন কোন পরিবর্তন আসলে যদি সেটা আমাদের মানবজাতির বিপরীত কিছু হয়, তাহলে অবশ্যই আমরা সেটা পরিহার করবো। তবে যে জিনিস আমাদের কাজকে সহজ করে দেয়, আমাদের পৃথিবীটাকে জানতে এবং শিখতে সহজ করে দেয় সেটা আমরা অবশ্যই গ্রহণ করবো।
পৃথিবীতে আরো অনেক কিছু পরিবর্তন হবে। এখনো পরিবর্তনের অনেক কিছু বাকি আছে। সেই পরিবর্তনকে মেনে নিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। পরিবর্তন যেকোনো বিষয়ে হতে পারে। আমাদের মনে রাখতে হবে জীবনকে সহজ করার জন্যই এই পরিবর্তন। পরিবর্তনকে মেনে নিলেই জীবন সহজ হবে। পরিবর্তনেই নতুন কিছু আবিষ্কার হয়।
💖💖💖সবাইকে ধন্যবাদ💖💖💖
আল্লাহ হাফেজ
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
উদাহরণটা দারুন লেগেছে হ্যাঁ একসময় নোকিয়া ফোন প্রতিটা মানুষের মনে গেঁথে গিয়েছিল কিন্তু আজকে সেটা ধরে রাখতে পারেনি। গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মাঝে সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
জী ভাই উদাহরণের মাধ্যমে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।
এমন একটা সময় ছিল বাংলাদেশের জনপ্রিয় সেট ছিল nokia। যখন বাটন আলা মোবাইল গুলো ঘরে ঘরে বিস্তার লাভ করল সারা গ্রামে খোঁজ করলে ১০০ টা পরিবারের মধ্যে আসে পরিবারে নোকিয়া ফোন ছিল। আজ তাদের ভুলে তারা পিছিয়ে গেছে। শুধু ফোন বলে নয় মানুষকে আপডেট হতে হয় সময়ের সাথে সাথে আর এটাই বাস্তবতা।
জি ভাই সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেট হতে হবে। তাহলে তা না হলে আমরাও নোকিয়া ফোনের মত হারিয়ে যাব।
সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। সময় যেমন বদলে গেছে তেমনি মানুষের পছন্দ অপছন্দ সবকিছুই বদলে গেছে। তাই তো সবকিছুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবকিছুই মেনে নিতে হবে আমাদের।
জী আপু ঠিক বলেছেন সময়ের সাথে সাথে আমাদেরকেও পরিবর্তনগুলো মেনে নিতে হবে। ধন্যবাদ।
মানুষের জীবনে যেমন পরিবর্তন আসে, তেমনি সব কিছুর ক্ষেত্রেও পরিবর্তন আসে। আপনি পরিবর্তন নিয়ে অনেক সুন্দর উদাহরণ দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন আপনি। একসময় নোকিয়া ফোনের অনেক বেশি ব্যবহার ছিল এমনকি গুরুত্ব ছিল। কিন্তু এখন এটা সবার কাছ থেকে হারিয়ে যাচ্ছে।