You are viewing a single comment's thread from:
RE: পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে।।
এমন একটা সময় ছিল বাংলাদেশের জনপ্রিয় সেট ছিল nokia। যখন বাটন আলা মোবাইল গুলো ঘরে ঘরে বিস্তার লাভ করল সারা গ্রামে খোঁজ করলে ১০০ টা পরিবারের মধ্যে আসে পরিবারে নোকিয়া ফোন ছিল। আজ তাদের ভুলে তারা পিছিয়ে গেছে। শুধু ফোন বলে নয় মানুষকে আপডেট হতে হয় সময়ের সাথে সাথে আর এটাই বাস্তবতা।
জি ভাই সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেট হতে হবে। তাহলে তা না হলে আমরাও নোকিয়া ফোনের মত হারিয়ে যাব।