দাদা আপনার পোষ্টের আগে ব্রাহ্মী শাক কখনো দেখেছি বা খেয়েছি বলে আমার মনে হয় না। আপনার পোষ্টেই প্রথম ব্রাহ্মী শাক দেখলাম। আপনি শাকের সাথে আলু আর চিংড়ি মাছ দেওয়ার কারনে শাকটা মিশে উপরে আলু আর চিংড়ি মাছটাই বেশি চোখে পড়ছে। এই শাকটি এত উপকার যে আপনি এই শাকের জুস্ কিনে কিনে খেয়েছেন অথচ আমি এই শাকের নাম আজকে শুনলাম। ধন্যবাদ দাদা।