ফেসবুক নিয়ে তোমার এই বক্তব্যের সঙ্গে আমি অনেকটাই সহমত শুভ ভাই। সুন্দর করে একটি ঋনাত্মক দিক ব্যাখ্যা করলে বটে। ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো এখন যেমন স্ট্রং ঠিক তেমনভাবেই একটা গলা টিপতে আসার মানসিকতা চোখে পড়ে কখনো কখনো। অর্থাৎ ভার্চুয়াল মিডিয়া বলে সম্পর্কগুলোও ভীষণভাবে ভার্চুয়াল। আর সেখানে কোন সামাজিক দায়বদ্ধতা নামক বস্তুটিই নেই। খুব হতাশাব্যঞ্জক একটি বিষয়।
আপনার মতামতে কিন্তু একদম যুক্তি আছে, বেশ ভালো লাগলো মন্তব্যটি।