কিবোর্ড সৈনিক
আমার কাছে সমসাময়িক সময়ের সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে সবথেকে জঘন্য ও বিরক্তিকর লাগে ফেসবুক কে । মূলত এর পরিবেশ এমন হয়েছে, যা অনেকটা নর্দমার মতো। এ কথা শুনতে যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমার কিছুই করার নেই।
যা বলছি তা আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে বলছি। তবে এর এ্যালগরিদম ও ফিচারগুলো এত সুন্দর ভাবে সাজানো হয়েছে যা অত্যন্ত নান্দনিক। তাহলে কিভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, এমন প্রশ্ন তো এসেই যায় । মূলত আমরা যারা ফেসবুক ব্যবহারকারী আছি, তারাই পরিবেশটাকে নর্দমাতে পরিণত করেছি।
যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম বলতেই সবাই এখন ফেসবুক বোঝে, তাই এর অবস্থা একদম জগাখিচুড়ি। বহির্বিশ্বের লোকজন ফেসবুক কে কিভাবে ব্যবহার করছে তা আমার জানা নেই, তবে আপাত দৃষ্টিতে বাঙালির ফেসবুক ব্যবহারবিধি দেখলে, মাঝে মাঝে নির্বোধ হয়ে যাই।
বাঙালির কাছে ফেসবুক যেন অনেকটা অতি উৎসাহী হাওয়া ও অতিরিক্ত জ্ঞান বিতরণের জায়গা আর ফেসবুকের বিনোদনের কথা যদি বলি, তাহলে মনে হয় সুস্থ মানুষের অসুস্থ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তাছাড়া মিথ্যা খবর ছড়ানো, গুজব রটানো কিংবা অশ্লীলতার যে ব্যাপারগুলো থাকে সেগুলো তো প্রতিনিয়তই বিদ্যমান।
খুবই সাম্প্রতিক সময়ে স্থানীয় এক ফেসবুক সাংবাদিকের বিষয়ে কিছু যৌক্তিক ও সত্যি কথা আমি লাইভে এসে বলেছিলাম, বাপ রে বাপ তারপরে আমি চিন্তাও করিনি আমাকে এত পরিমাণ বিরক্তিকর অবস্থার ভেতর দিয়ে যেতে হবে।
কিছু তৃষ্ণার্ত জ্ঞানপাপী লোকজন এমনভাবে এসে হুমড়ি খেয়ে আমার লাইভের কমেন্ট সেকশনের ভিতরে ঢুকে পড়েছিল, যা একটি বারের জন্যও আমি কল্পনা করতে পারিনি।
তাদের মতামতের ভাষা কতটা পরিমাণ কুরুচিপূর্ণ ছিল, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। এরা আসলে নিজেদের কে দিনশেষে ফেসবুকের কিবোর্ড সৈনিক মনে করে, এদের কাজই হচ্ছে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকাল ফেসবুকে খুব একটা ঢোকাই হয় না। আর পোস্ট দিতে গেলে বিভিন্ন রকমের চিন্তা এসে ভিড় করে। কারণ অন্যের মন্তব্য গুলো কখনো আমাদেরকে প্রচন্ডভাবে আঘাত করে। এটা ঠিক বলেছেন ভাই মানুষের কুরুচিপূর্ণ মন্তব্য খুবই খারাপ লাগে।
বিষয়গুলো এতটাই জটিলতা সম্পন্ন, যা মারাত্মকভাবে নিজেকে আহত করে।
ফেসবুক নিয়ে তোমার এই বক্তব্যের সঙ্গে আমি অনেকটাই সহমত শুভ ভাই। সুন্দর করে একটি ঋনাত্মক দিক ব্যাখ্যা করলে বটে। ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো এখন যেমন স্ট্রং ঠিক তেমনভাবেই একটা গলা টিপতে আসার মানসিকতা চোখে পড়ে কখনো কখনো। অর্থাৎ ভার্চুয়াল মিডিয়া বলে সম্পর্কগুলোও ভীষণভাবে ভার্চুয়াল। আর সেখানে কোন সামাজিক দায়বদ্ধতা নামক বস্তুটিই নেই। খুব হতাশাব্যঞ্জক একটি বিষয়।
আপনার মতামতে কিন্তু একদম যুক্তি আছে, বেশ ভালো লাগলো মন্তব্যটি।
আসলে এরা কি একবারের জন্যও ভাবে না তাদের কুরুচিপূর্ণ মন্তব্য নিজের পরিবার বা আত্মীয় স্বজনরা দেখতে পারে। আসলে তাদের এসব ভাবনা একেবারেই নেই। কারণ তারা হচ্ছে নির্লজ্জ এবং বেহায়া প্রকৃতির মানুষ। আমার মতে ফেসবুক হচ্ছে একেবারে জঘন্য একটি সোশ্যাল মিডিয়া। আমি তো ২ বছর যাবৎ ফেসবুক একেবারেই ইউজ করি না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমারও ফেসবুকের উপর একদম ঘৃণা জন্মে গেছে, আমিও ছেড়ে দেবো ভাবছি।
ফেসবুকের এই পরিবেশ টা খুবই অসামাজিক। আমি নিজে আজ একমাস ফেসবুকে একটিভ নেই। সত্যি বলতে বেশ কিছু বিরক্তিকর বিষয় এড়ানোর জন্য চলে এসেছি ফেসবুক থেকে। এইতো আপনি নিজেও তো একটা ঘটনার স্বাক্ষী। আপনি এখানে সঠিক টাও বলতে পারবেন না যদি সেটা সংখাগরিষ্টদের বিরুদ্ধে যায়।
আপনি একটিভ না থেকে বেশ ভালই করেছেন, আমিও ভাবছি ছেড়ে দেবো ফেসবুক।