নবান্নর অর্থ লক্ষ্মীপূজো। তাই এই পুজো প্রতিটি বাঙালির ঘরে এক অন্য অর্থ রাখে। শহরের দিকে খুব একটা পালিত না হলেও গ্রামেগঞ্জে আজও নবান্ন উৎসব এবং এই পার্বণের প্রচলন আছে। আপনি দারুণ সুন্দর করে নবান্ন উৎসবের ঘরোয়া আয়োজনের ব্যাখ্যা দিলেন। ঘরে ঘরে সমৃদ্ধিতে ভরে উঠুক।