আমাদের ছেলেবেলায় পাড়ার মোড়ে মোড়ে এই খেলায় বেঁচে থাকত শিশু-কিশোরের দল। বর্তমানে এটি একেবারে লুপ্তপ্রায় একটি খেলায় পরিণত হয়েছে। আমরা এটিকে চলতি ভাষায় গুলি খেলা বলতাম। আমি নিজেও কয়েকবার খেলেছি। কিন্তু বর্তমানে এই ধরনের খেলা গুলি হারিয়ে যাওয়ায় স্মৃতি মাঝে মাঝে খুব টানে। আপনার পোস্ট সেই কথাগুলি আবার মনে করালো।