গুটি ফাইট
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে শৈশবের একটি খেলা নিয়ে ব্লগ শেয়ার করে নেবো। আমাদের নব্বই দশকের খেলাধুলাগুলো খুবই রোমাঞ্চকর ছিল। তেমনই একটি খেলা ছিল, যেটা বলতে গেলে প্রায় প্রত্যেকের প্রিয় খেলা ছিল। তবে এই খেলাটা যারা খেলতে পারতো তাদের কাছেও যেমন আনন্দের ছিল, তেমনি আবার যারা না পারতো তাদেরও খেলাটার প্রতি কৌতূহলের শেষ ছিল না। এই খেলাটার নাম হলো "গুটি খেলা"। অর্থাৎ এই গুটি খেলাটাকে আমরা অনেকে সহজ ভাষায় মার্বেল খেলা বই থাকি বা বলতাম। তো এই মার্বেল খেলাটা সেইসময়ের দিনগুলোতে গ্রামের দিকে অনেক জনপ্রিয়তা ছিল।
এখনো যদিও গ্রামাঞ্চলে খেলাটা দেখা যায়, তবে সেটা অন্যান্য খেলার মতোই লুপ্ত হওয়ার পথে। এই খেলাটা এখন বর্তমান সময়ের ছেলেমেয়েদের কাছে একটা তুচ্ছ খেলার মতো মনে হবে অর্থাৎ এর প্রতি কেন আগ্রহ প্রকাশ পাবে না। তবে এই ধরণের সাদামাটা খেলার মধ্যে অনেক মজা পাওয়া যেত। এই খেলাটা সাধারণত কিছু গুটি অর্থাৎ মার্বেল যেটাকে বলি আর কয়েকজন মিলে খেলা হতো। এই খেলাটা দুইজন খেললেও একটা নিরপেক্ষ হিসেবে খেলা হতো আর হার জিতের এই খেলার মধ্যে একটা আলাদা অনুভূতি ফুটে উঠতো। তবে চারজন মিলেও খেলাটা খেলা যেত অর্থাৎ এখানে একজন আরেকজনের সহযোগিতার মাধ্যমে, যেমনটা ক্র্যাম খেলায় দেখা যায়।
এই খেলাটা খেলার জন্য তেমন কোনো নির্দিষ্ট জায়গার প্রয়োজন হতো না, একটু সমতল মাটি হলেই যথেষ্ট ছিল অর্থাৎ বাড়ির উঠোনে না ঘরের ভিতরেও। তবে ওইসময় সাধারণত রাস্তা বা বাড়ি প্রায় সবই মাটির ছিল, তাই এই খেলাটা উপরেও খেলা যেত। এই খেলাটা খেলার জন্য শুধু স্কুল ছুটি হওয়াটা বাকি থাকতো, দিলেই আগে বাড়ি গিয়ে এই গুটি খেলা নিয়ে অনেকে বসে পড়তো। যদিও এই এই গুটি খেলাটা আমি সত্যি বলতে নিজেও পারতাম না, তবে এই খেলাটা যখন অন্যরা খেলতো, সেটা দেখতে আমার কাছে বেশ মজার লাগতো। এই খেলাটা সাধারণত একটা ছোট গর্ত বা একটা নির্দিষ্ট দুরুত্ব নির্ধারণ করা হতো।
তবে বেশিরভাগই দেখতাম গর্ত করে খেলা হতো। এই গর্তের ব্যাপারটা হলো, এখানে একটি গুটিকে আরেকটি গুটি হাতের আঙুলের মাধ্যমে আঘাত করিয়ে গর্তে ফেলানো। এরপর ওখান থেকে বাকি গুটিগুলোকে আঘাত করে করে খেলা হতো, তবে যে সফল হতো সেই গুটিগুলো তার হয়ে যেত। এই খেলায় পয়েন্টও ছিল। তবে এই গুটি খেলাটাও অতটা সহজ ছিল না, কারণ আঙ্গুল একটা মাটিতে রেখে অন্য আরেকটা আঙ্গুল দিয়ে গুটির সাহায্যে অন্য গুটিকে আঘাত করা অনেক মুশকিল ছিল। তাও স্থির ভাবে টার্গেট করতে হতো গুটিগুলোকে।
মার্বেল সেই সময় সাধারণ মার্বেলের পাশাপাশিও বিভিন্ন রং বেরঙের বের হতো আর ওইগুলো দেখতেও অনেক সুন্দর লাগতো। তবে খেলার সময় বিশেষ করে ওই গুটিগুলো যদি হেরে যাওয়া হতো অর্থাৎ অন্য কেউ জিতে নিতো, সেইটা ছিল সব থেকে মজার কান্ড। এই নিয়ে মাঝে মাঝে ঝামেলাও তৈরি হতো নিজেদের মধ্যে। বর্তমানে এটি আমাদের কাছে এখন একটা স্মৃতিময় হয়ে আছে, তবে এটি ইচ্ছা করলে এখনো খেলা যায়, কিন্তু সেই সময়টাই বের করা যায় না না সঙ্গী হয় না খেলার। তবে এইসব বিষয়গুলো মনে পড়লে সেই শৈশবে আবার যেন ফিরে যেতে মন চায়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজ খুব সুন্দর একটি খেলার বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন দাদা।সত্যি এই খেলাটা সহজ নয়।অনেক দক্ষ হতে হয় এই খেলায় জয়ী হতে হলে।এই খেলার প্রধান উপকরণ ই হলো মার্বেল আর হাত।এই খেলার কারনে রঙ বেরঙের মার্বেল দেখা যায়। খেলার বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এই মার্বেল খেলা নিয়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে, বর্তমান সময়ের ছেলে মেয়েরা এই খেলা নিয়ে তেমন একটা অবগত নন। তবে, কিছু কিছু গ্ৰামের মধ্যে এখনো এই খেলা চলমান রয়েছে। এই খেলা টি শীতকালের মধ্যে গ্ৰামের এলাকায় দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে এটি প্রায় বিলুপ্তির পথে।
আমাদের ছেলেবেলায় পাড়ার মোড়ে মোড়ে এই খেলায় বেঁচে থাকত শিশু-কিশোরের দল। বর্তমানে এটি একেবারে লুপ্তপ্রায় একটি খেলায় পরিণত হয়েছে। আমরা এটিকে চলতি ভাষায় গুলি খেলা বলতাম। আমি নিজেও কয়েকবার খেলেছি। কিন্তু বর্তমানে এই ধরনের খেলা গুলি হারিয়ে যাওয়ায় স্মৃতি মাঝে মাঝে খুব টানে। আপনার পোস্ট সেই কথাগুলি আবার মনে করালো।
দাদা এই খেলাটা আমি ছোটবেলায় বেশ ভালো পারতাম। এই খেলাটা এক ধরনের নেশার মতো ছিলো তখন। আমরা গর্ত করে মার্বেল খেলার পাশাপাশি,মার্বেল দিয়ে আরও বিভিন্নভাবে খেলতাম। তাছাড়া কামরাঙ্গা মার্বেল বের হয়েছিল তখন। কামরাঙ্গা মার্বেল কিনে নিজের কাছে সবাই রাখার চেষ্টা করতো। যাইহোক পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আহ দাদা চমৎকার একটা ব্যাপার স্মরণ করিয়ে দিলেন। ছোটবেলা এই মার্বেল অনেক খেলেছি। তবে আমাদের বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কত রঙিন এবং সুন্দর মার্বেল নিজে সংগ্রহ করতে পারে। রঙিন মার্বেল গুলোর উপর একটা আলাদা আকর্ষণ কাজ করত সবসময়।