তবে এই গুটি খেলাটাও অতটা সহজ ছিল না, কারণ আঙ্গুল একটা মাটিতে রেখে অন্য আরেকটা আঙ্গুল দিয়ে গুটির সাহায্যে অন্য গুটিকে আঘাত করা অনেক মুশকিল ছিল।
দাদা এই খেলাটা আমি ছোটবেলায় বেশ ভালো পারতাম। এই খেলাটা এক ধরনের নেশার মতো ছিলো তখন। আমরা গর্ত করে মার্বেল খেলার পাশাপাশি,মার্বেল দিয়ে আরও বিভিন্নভাবে খেলতাম। তাছাড়া কামরাঙ্গা মার্বেল বের হয়েছিল তখন। কামরাঙ্গা মার্বেল কিনে নিজের কাছে সবাই রাখার চেষ্টা করতো। যাইহোক পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।