আজ খুব সুন্দর একটি খেলার বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন দাদা।সত্যি এই খেলাটা সহজ নয়।অনেক দক্ষ হতে হয় এই খেলায় জয়ী হতে হলে।এই খেলার প্রধান উপকরণ ই হলো মার্বেল আর হাত।এই খেলার কারনে রঙ বেরঙের মার্বেল দেখা যায়। খেলার বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।