সন্ধ্যাবেলা সমুদ্র সৈকতের ছবি দারুণ সুন্দর লাগলো। তবে বেড়াতে গিয়ে ঘুমিয়ে কাটালে খুব বিরক্ত লাগে। ঘুরতে যাওয়া ঘুরে বেড়ানোর জন্য। ঘুমোনোর জন্য তো ঘর আছেই। আমি তো কোথাও ঘুরতে গেলে সারাক্ষণ একা একাই বেরিয়ে যাই। আমার অন্য জায়গা দেখতে খুব ভালো লাগে। তবে তোমার কক্সবাজার ভ্রমণ খুব ভালো হয়েছে এটা বেশ বুঝতে পারি।