বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে দারুন সুন্দর প্যান্ডেল বানিয়ে যেত। প্যান্ডেলটা যত দেখছি তত অবাক হচ্ছি। কত সুন্দর করে নিখুঁত কারুকার্য চারপাশে। যেন সত্যিই বৃন্দাবনের প্রেম মন্দির মনে হচ্ছে। সামনে রাধা কৃষ্ণের মূর্তিও বসিয়েছে শুনে ভালো লাগছে। সব মিলিয়ে দারুন একটি সুন্দর মণ্ডপের ছবি এবং ব্যাখ্যা আপনি ব্লগের সাহায্যে তুলে আনলেন। সম্পূর্ণ ব্লগটি দেখতে দারুন লাগলো।