আমরা পোশাকি ভাষায় এটিকে কলার বড়া বলে থাকি। খেতে একেবারে তালের বডার মত হয়। আপনি সেই কলার পিঠের রেসিপি দারুণ সুন্দর করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই খাবার দেখেই বড় লোভ হচ্ছে। সামনে পেলে হয়তো দু একটা মুখে বলে দিতাম। দারুন সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপনা করলেন।