ভেতর টানটান উত্তেজনায় সিনেমার মতো গল্প গো। এমন ঘটনা তো শোনাই যায় না। এমন একজন সন্তান যেমন ঘর পাবে তা খুবই অনাকাঙ্ক্ষিত। তবে ভগবানের ইচ্ছা থাকলে সব কিছু হয়। এ ঘটনা তারই প্রমাণ। তবে ঘটনাটি পড়তে বেশ ভালো লাগছিল। একটা অন্যরকম উত্তেজনা ছিল গল্পটার মধ্যে।।