শীতকালে আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার একটা প্রচলন এখনো আছে। একটা সময় আমিও অনেক ব্যাডমিন্টন খেলেছি শীতকালে সন্ধ্যাবেলা। কিন্তু এখন কাজে-কর্মে আর সেসব ব্যাটে হাত দেওয়াই হয় না। ফলে আপনার পোস্ট দেখে আমারও স্মৃতিচারণ করতে ইচ্ছা হল। ব্যাডমিন্টন খেলা সকলে মিলে খেললে যে মজা হয় তা মনে রাখবার মতো মুহূর্ত তৈরি করে। দারুন সুন্দর স্মৃতিচারণের কথা আপনি শেয়ার করলেন।
জীবন থেকে সব হারিয়ে গিয়েছে দাদা, এমন দৃশ্য বড্ড নাড়া দেয় এখন শুধু ভিতরে।