ব্যাডমিন্টন | স্মৃতিচারণ
একটা সময় ছিল যখন এই রকম শীতের সময়ে প্রতিনিয়ত বন্ধুরা মিলে ব্যাডমিন্টন খেলতাম , তবে এখন তা শুধুই স্মৃতি। খুব ভালোভাবে মনে আছে ২০১৫ সালের পরে সেভাবে আর কখনো ব্যাডমিন্টনের রেকেট ব্যাট হাতে তুলে নেওয়া হয়নি। পেশা জীবনে পদার্পণ, তারপরে কর্ম ব্যস্ততার কারণে জীবন যেন একদম চিড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছিল।
অবসর তা যেন মরীচিকার মতো। জীবনে আসলে কোন অবসর নেই, মৃত্যুই একদম শেষ অবসর। যা হারিয়ে যায় তা শুধুই স্মৃতি, হয়তো কল্পনাতে সেসব মাঝে মাঝে উঁকি দেবে এবং তা নিয়েই টুকটাক নিজের মতো করে স্মৃতিচারণ হবে।
গত সন্ধ্যায় যখন গ্রামের রাস্তায় পায়চারি করছিলাম, তখন দেখছিলাম ছেলেরা সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছিল, দৃশ্যটা দেখার পরে হঠাৎই দাঁড়িয়ে গিয়েছিলাম সেখানটাতে। কিছু বিষয় আচমকা নাড়া দিয়ে যায় নিজের ভিতরে।
বারবার পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল, একটা সময় কত ব্যাডমিন্টন খেলেছি তার হিসাব নেই। আর এখন জীবন যেন আমাকে সবকিছু থেকে অদৃশ্য ভাবে ছুটি দিয়েছে, চাইলেও আর আগের মত কোন কিছু হয় না।
অনেকটা সময় দাঁড়িয়ে ছিলাম আর খেলা দেখছিলাম নিজের মতো করে। মনে হচ্ছিল ছেলেগুলো খেলছে না, খেলছে আমার শৈশব। শৈশব তো আর চাইলেও ফিরে পাওয়া যায় না, তবে যারা আমার শৈশবের সঙ্গে জড়িয়ে ছিল, তারা ভালো থাকুক নিজ নিজ জায়গায়।
আমার দৃঢ় বিশ্বাস ওরাও যদি এমন দৃশ্য হঠাৎই দেখে, তাহলে কিছুটা হলেও আমার মত শৈশব নিয়ে ভাবনায় পড়ে যাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার এখনো যদিও বা মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলা হয় কিন্তু আগের মত অতটাও নয়। ঠিক সে কারণেই এইরকম ফটোগ্রাফি এবং এসব ধরনের খেলা গুলোর কথা শুনলেই শৈশবের স্মৃতিময় সোনালী ইতিকথা মনে পড়ে যায়। যা কেবলমাত্র আমাদের মনের মধ্যেই সাময়িক সময়ের জন্য উঁকি দেয় কিন্তু বাস্তবে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। যাই হোক ব্যাডমিন্টন তথা নিজের জীবনের সুন্দর একটি স্মৃতিচারণ নিয়ে পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জীবন তো এমনই, যা ফেলে এসেছি, এখন তা শুধুই স্মৃতি।
আপনি আপনার শৈশবে অনেক ব্যাডমিন্টন খেলেছেন শুনে বেশ ভালো লাগলো। আসলে শীত কাল আসলেই যেন ব্যাডমিন্টন খেলার ঘুম পরে যায়। আমিও আগে প্রচুর ব্যাডমিন্টন খেলেছি কিন্তু এখন আর আগের মতো তেমন খেলার সুযোগ হয় না বললেই চলে। ব্যাডমিন্টন খেলা নিয়ে স্মৃতিচারণ পোস্ট লিখেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।
আসলে শৈশবের স্মৃতি আমাদেরকে তাড়া দিয়ে বেড়ায়। শৈশবে কতইনা এই শীতের রাতে ব্যাডমিন্টন খেলতাম। আজ যেন সেই দিনগুলি হারিয়ে গিয়েছে। আপনার স্মৃতিচারণ পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
দিন যাচ্ছে আর ফেলে আসা মুহূর্ত গুলো সব স্মৃতি হয়ে থাকছে ।
একটা সময় শীতকালে ব্যাডমিন্টন না খেললে আসলেই ভালো লাগতো না। লাস্ট ২০২১ সালে ব্যাডমিন্টন খেলেছিলাম। তারপর আর ব্যাডমিন্টন খেলা হয়নি। তবে কেউ যখন চোখের সামনে ব্যাডমিন্টন খেলে,তখন নিমিষেই স্মৃতি গুলো ভেসে উঠে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এমন সময় জীবনে আমিও অতিবাহিত করেছি ভাই। এখন সব স্মৃতি।
শীতকালে আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার একটা প্রচলন এখনো আছে। একটা সময় আমিও অনেক ব্যাডমিন্টন খেলেছি শীতকালে সন্ধ্যাবেলা। কিন্তু এখন কাজে-কর্মে আর সেসব ব্যাটে হাত দেওয়াই হয় না। ফলে আপনার পোস্ট দেখে আমারও স্মৃতিচারণ করতে ইচ্ছা হল। ব্যাডমিন্টন খেলা সকলে মিলে খেললে যে মজা হয় তা মনে রাখবার মতো মুহূর্ত তৈরি করে। দারুন সুন্দর স্মৃতিচারণের কথা আপনি শেয়ার করলেন।
জীবন থেকে সব হারিয়ে গিয়েছে দাদা, এমন দৃশ্য বড্ড নাড়া দেয় এখন শুধু ভিতরে।
কথাটা বেশ সুন্দর বলেছেন ভাই মানুষের জন্য একমাত্র অবসর হলো মৃত্যু। হঠাৎ এইরকম কিছু দেখলে আমি নিজেও থমকে দাঁড়িয়ে যায়। ভেতরে সেই স্মৃতিগুলো আবার জেগে উঠে। নতুন কিছু স্মরণ করিয়ে দিয়ে যায়।