ভাই আমাদের এলাকায় নদীর পাশ দিয়ে এরকম কিছু জায়গা আছে যেখানে তাকালে চোখ যতদূর যায় শুধু হলুদ সরিষার ফুল লক্ষ্য করা যায়। যাই হোক যদি সুযোগ হয় সবাই তার সেকরের টানে ফিরে যেতে চায় কারণ সেকরের টানে ফিরে গেলে মনের কাছে আলাদা একটা প্রশান্তি যেটা অন্য কোথাও পাওয়া যায় না।
সব প্রশান্তি তো শিকড়েই ভাই। জীবন হোক আনন্দময়।