হলুদের রাজ্য
এবার নিয়ে দুদিন হলুদের রাজ্যে গিয়েছিলাম। পার্শ্ববর্তী এলাকায় মেলা হওয়ার কথা শুনেছিলাম, তাই বিকেল বেলার দিকে বাবু আর গিন্নিকে নিয়ে যে জায়গাটায় মেলা হওয়ার কথা সেদিকটাতে এগিয়ে গিয়েছিলাম। তবে গিয়ে দেখি এখনো মেলা শুরু হয়নি। তাই বাধ্য হয়েই মেলা সংলগ্ন আশেপাশের এলাকা কিছুটা বিচরণ করে দেখেছিলাম।
যতটা দূর চোখ যাচ্ছিল শুধু হলুদ আর হলুদ আভা দেখতে পাচ্ছিলাম । এ যেন হলুদের রাজ্য, কখন যে আমরা তিনজন সেই রাজ্যে প্রবেশ করেছি, তা যেন বুঝে উঠতেই পারিনি।
ভিডিও লিংক
বাবু তো যেন নিজের মতো করে দৌড়াদৌড়ি করছিল, ওকে যেন কোনভাবেই থামানো যাচ্ছিল না। আর ওদিকে বাবুর মা সেও কিছুটা নিজের মতো করে সময় কাটাচ্ছিল। ওদের এই হাসি আনন্দ যখন স্বচক্ষে দেখছিলাম তখন যেন আলাদা ভালোলাগা নিজের ভেতরে কাজ করছিল।
কত রকম অজুহাত দিয়ে নিজেকে যে আমরা গুটিয়ে রাখি তার কোন শেষ নেই , তবে যদি সময় সুযোগ পেয়ে যান তাহলে চেষ্টা করুন একদম শিকড়ের কাছাকাছি যাওয়ার জন্য, দারুণ প্রশান্তি পাবেন। যান্ত্রিক জীবন থেকে মুক্তি নেই, এটা যেমন সত্য,তেমনটা শিকড়কেও তো ভুলে যাওয়া যাবে না। ভারসাম্য বজায় রেখেই বাঁচা শ্রেয়।
সাময়িক সময়ের জন্য হলুদের রাজ্যে হারিয়ে গিয়ে, অসংখ্য ছবি তুলেছি। চেষ্টা করেছি আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে ভিডিও ধারণ করার জন্য।
আশা করি, ছবি গুলো ও ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হলেও আমার আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারবেন, এজন্যই আপনাদের সঙ্গে ছবি ও ভিডিও ভাগ করে নিলাম।
সবার জীবন আনন্দময় হোক , এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন ভাইয়া যান্ত্রিক জীবন থেকে আমাদের মুক্তি নেই তারপরও সেখান থেকে বের হয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাহলেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে। যাই হোক শীতকালটা যেন সরিষা ফুলের জন্য প্রকৃতি এক অন্য রূপ খুঁজে পায়। যেদিকে চোখ যায় শুধু হলুদ ফুলে রঙিন হয়ে থাকা সবুজ প্রকৃতি দেখা যায়। আপনার ছেলেকে হলুদ রাজ্যে বেশ কিউট দেখাচ্ছে। পরিবার কে নিয়ে এমন সুন্দর একটি জায়গায় সময় কাটাতে খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি দেখেই বুঝতে পারছি আপনারা খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাই আমাদের এলাকায় নদীর পাশ দিয়ে এরকম কিছু জায়গা আছে যেখানে তাকালে চোখ যতদূর যায় শুধু হলুদ সরিষার ফুল লক্ষ্য করা যায়। যাই হোক যদি সুযোগ হয় সবাই তার সেকরের টানে ফিরে যেতে চায় কারণ সেকরের টানে ফিরে গেলে মনের কাছে আলাদা একটা প্রশান্তি যেটা অন্য কোথাও পাওয়া যায় না।
সব প্রশান্তি তো শিকড়েই ভাই। জীবন হোক আনন্দময়।
মেলা দেখতে যাওয়ার অছিলায় কিছু সুন্দর মুহুর্ত কাটিয়েছেন সরিষার মাঠে, একান্ত নিজেদের মত।
সবাই এনজয় করেছে দেখতে ভালোই লাগছে।
ভাল থাকুন।
আসলেই ভাই সময়টা বেশ দারুণ কেটেছে , ভালো লাগলো আপনার মতামত। শুভেচ্ছা রইল।