RE: ফোটোগ্রাফি পোস্ট : দোলের দিনের কয়েকটা random ফোটোগ্রাফ
দাদা, দোলের দিনের ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি ঠিক কতটা আনন্দ করেছিলেন আপনারা সকলে মিলে। বিশেষ করে আমাদের টিন টিন বাবু দোলের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। আর দাদা আপনি টিন টিন বাবুর জন্য যে ওয়াটার গানটি কিনেছেন তা এক দিকে তাক করলে আরেকদিকে স্প্রে চলে যায় কথাটি জেনে খুবই হাসি পেল। এজন্যই হয়তো আপনাকে হার মেনে নিতে হয়েছে। দোলের দিনে আবিরের রঙে রঙিন হয়ে সেই সাথে সুন্দর সুন্দর মুখোশ পরে আপনাদের বেশ ভালই লাগছে। অন্যদিকে আমাদের টিন টিন বাবুকে আমাদের প্রিয় বৌদি, খুব সুন্দর করে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। আর এই কৃষ্ণ বাবুকে দেখতে যা সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।আর হ্যাঁ দাদা, বিকেল বেলায় ঘুরতে গিয়ে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য গুলোর অসাধারণ ফটোগ্রাফি করেছেন। দাদা,দোলের দিনের অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।