ফোটোগ্রাফি পোস্ট : দোলের দিনের কয়েকটা random ফোটোগ্রাফ
আজকে একটা নিখাদ ফোটোগ্রাফি পোস্ট করতে চলেছি । তাই খুব বেশি কিছু লিখবো না । দোলের দিন এবার একটু কম করেই রঙ খেলেছি । বেশ কয়েকটা স্প্রে গান আর পিচকারি কিনেছিলাম । দুই দলে ভাগ হয়ে রং নিয়ে যুদ্ধ করলাম, বেশ মজার হলো । বলা বাহুল্য আমরা হেরে গিয়েছিলাম । রঙের বালতি থেকে রং পিচকারিতে লোড করতে করতেই আমাদের এসে রং দিয়ে স্নান করিয়ে দিয়ে যেত ।
তার ওপর আমি টিনটিনের একটা স্প্রে গান নিয়ে খেলছিলাম । তো সেটা দিয়ে রং একদিক তাক করে মারলে আরেকদিকে চলে যেতো । তাই আমাকে বাগে পেয়ে একদম নাইয়ে দিয়েছিলো । রঙে ভিজে একদম স্নান করে গিয়েছিলাম । আরেকটা মজা করেছিলাম নানান মুখোশ পরে ।
টিনটিনকে বেশ সাজিয়ে দিয়েছিলো তনুজা । সেও দৌড়ে দৌড়ে রং খেলা ভীষণ এনজয় করেছিল । রঙের গুঁতোয় আমাদের ছাদ একদম রং বেরঙের হয়ে গিয়েছিলো । প্রায় এক ঘন্টা ধরে রং খেলে তারপরে নিচে এসে স্নান করেছিলাম । তবে হাজার সাবান শ্যাম্পুতেও রং পুরোপুরি ধুয়ে যায়নি ।
এবার আমাদের বাড়িতে রং খেলতে এসেছিলো আমাদের কমিউনিটির দুই সদস্য, দুই ভাই । সুরঞ্জিত (@rupaie22) আর সুবীর (@ronggin) । সুরঞ্জিত বালতি করে একদম রং দিয়ে নাইয়ে দিয়েছিলো আমায় ।
বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম গ্রামের দিকে । একটা মেলা বসেছিল দোল উপলক্ষে । সেখানেও গিয়েছিলাম । দোলের দিন বিকেলবেলাটা বেশ কাটলো আমাদের । খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ।
মুখোশে আমরা ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ২ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বাঘ, সিংহ, কুকুর, খরগোশ, শিয়াল প্রভৃতি হরেক রকমের মুখোশ পরে রং খেলেছিলাম আমরা ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ২ টা ১০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
Anonymous মুখোশও পরেছিলাম আমরা বাপ ব্যাটায় ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ৩ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
টিনটিনকে তনুজা কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলো ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ৩ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
দোলের বিকেলে গ্রামে ঘুরতে গিয়ে একটা ছোট্ট নদীর ওপর ব্রিজে দাঁড়িয়ে এই নৈসর্গিক দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করেছিলাম ।
তারিখ : ০৮ মার্চ ২০২৩
সময় : বিকেল ৩ টা ০০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
Hawk-Eye, Phantom, RME, Royal Macro, Watch Devil
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ১৪ মার্চ ২০২৩
টাস্ক ২০৪ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 10a7759cd01080a0277add85a680bc30bb4ec0c1329aa76827f7b43d45d42b72
টাস্ক ২০৪ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
দাদা, দোলের দিনের ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি ঠিক কতটা আনন্দ করেছিলেন আপনারা সকলে মিলে। বিশেষ করে আমাদের টিন টিন বাবু দোলের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। আর দাদা আপনি টিন টিন বাবুর জন্য যে ওয়াটার গানটি কিনেছেন তা এক দিকে তাক করলে আরেকদিকে স্প্রে চলে যায় কথাটি জেনে খুবই হাসি পেল। এজন্যই হয়তো আপনাকে হার মেনে নিতে হয়েছে। দোলের দিনে আবিরের রঙে রঙিন হয়ে সেই সাথে সুন্দর সুন্দর মুখোশ পরে আপনাদের বেশ ভালই লাগছে। অন্যদিকে আমাদের টিন টিন বাবুকে আমাদের প্রিয় বৌদি, খুব সুন্দর করে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। আর এই কৃষ্ণ বাবুকে দেখতে যা সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।আর হ্যাঁ দাদা, বিকেল বেলায় ঘুরতে গিয়ে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য গুলোর অসাধারণ ফটোগ্রাফি করেছেন। দাদা,দোলের দিনের অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রং দিয়ে বেশ মজা করেছেন দেখছি। আপনি হারবেন তাতো জানা কথা। ওয়াটার গান দিয়ে রং খেলাটা ভালোই এনজয় করেছেন বাচ্চাদের মত। রং বেরঙের মুখোশ গুলো ভালো লেগেছে। তাছাড়া বৌদি টিনটিন বাবুকে খুব সুন্দর কৃষ্ণ সাজিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। শেষের ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। খুব সুন্দর একটি জায়গা বোঝা যাচ্ছে।
This is a very beautiful moment.
So Cute
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা ঐদিন রং লাগানো কম হয়ে গেছিলো।🤭 বালতিতে শেষ পর্যন্ত জল ভরে যুদ্ধ করতে হয়েছিল আমাদের।এরপর বাড়ি এসে রং ওঠাতে গিয়ে আমার গায়ের ঘাম ছুটে গেছিল। তবে সব থেকে বেশি আকর্ষণীয় ছিল মুখোশগুলো। প্রতিবছরের এই দিনটা সবসময় আমার কাছে স্মরণীয় হয়ে থাকে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য দাদা।
Colorful holi,
Holi brought happiness together.
to paint in your own colors,
Bring your loved ones along with Holi.
To remove evils,
Holi lights the lamp of goodness.🥰
To persuade the angry,
Holi teaches the language of love.
to feed the hungry,
Holi brought a bag of dishes.
To unite the separated,
Holi brought an evening of colors.
To make everyone's life happy,
Holi brought pot of memories.
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দাদা দোলের দিনের ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। তবে সবথেকে বেশি ভালো লেগেছে মুখোশ গুলো পরে যে ছবিগুলো তুলেছেন। তাছাড়াও টিনটিন সোনা আর বৌদিকে দেখলাম ভীষন আনন্দ করছে। সবমিলিয়ে সবাই রং নিয়ে খেলে বেশ আনন্দ করেছেন বোঝাই যাচ্ছে। দোয়া রইল পুরো পরিবারের জন্য।
দাদা দোলের মজাটা আপনার লেখা এবং ফটোগ্রাফির মাধ্যমে উপভোগ করলাম। খুব হাঁসি পেল এটা জেনে যে আপনি টিন্টিন এর গান নিয়ে রং মারছিলেন। কিন্তু সেটি মারছেন একদিকে চলে যাচ্ছে অন্য দিকে😂😂 যার কারণে হেরে গেলেন। সবাই আপনাকে স্নান করিয়ে দিল রং দিয়ে। যাই হোক দাদা খুব ইনজয় করেছি আপনার আজকের এই পোস্টটি ধন্যবাদ আপনাকে।
দাদা আপনার তোলা দোলের দিনের চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবাইকে অনেক সুন্দর লাগতেছে। টিনটিনকে তনুজা বৌদি কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমাদের সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।