রেসিপি দেখে যেন জল চলে আসলো। আসলে শবে বরাত উপলক্ষে প্রত্যেকটায় বাড়িতেই যেন এখন অনুষ্ঠানের মত আয়োজন করা হয়। প্রত্যেকটা বাড়িতে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন থাকে। আপনি সেই উপলক্ষেই এই চিংড়ি পোলাও রেসিপি তৈরি করেছেন। তবে আপনি পরের দিন তৈরি করেছেন। আর এই রেসিপির পরিবেশন দেখেই মনে হচ্ছে খুবই মজাদার হয়েছিলো।