মেলাতে গেলেই আমি বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলি। এবারও তাই গিয়ে খেলেছি। দুটো লজেন্স পেয়েছি🤪।
আমিও মেলায় গিয়ে বেলুন ফাটানো খেলি বৌদি। ১০ বার গুলি মেরে মিনিমাম ৮/৯ টা বেলুন ফাটাতে পারি হা হা হা। যাইহোক মেলায় ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। আপনারা মেলায় ঘুরাঘুরি করে এবং মজার মজার খাবার খেয়ে দারুণ সময় কাটিয়েছেন দেখছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।