মেলায় ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,


আজ আমি আপনাদের সঙ্গে মেলায় যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নেবো। আশা করি আপনাদের ভালো লাগবে।


মেলায় যেতে কার না ভালো লাগে। ছোটো থেকে বড় সকলেরই মেলায় যেতে খুবই ভালো লাগে। মেলা বলতে সাধারণত এমন একটি অনুষ্ঠানের কথা বোঝায় যেখানে অনেক মানুষ একত্রিত হয়ে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা করে, বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক উপভোগ করে। মেলা বিভিন্ন রকমের হতে পারে, যেমন গ্রামীণ মেলা, বইমেলা, শিল্পকলা মেলা, বাণিজ্য মেলা, এবং উৎসব কেন্দ্রিক মেলা। এটি সাধারণত একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে আয়োজিত হয়। মেলায় সাধারণত বিভিন্ন ধরনের দোকানপাট, খাবারের স্টল, হাতের কাজ, খেলনা এবং শিশুদের জন্য বিভিন্ন রাইড ইত্যাদি থাকে, যা মানুষকে আনন্দ এবং উৎসাহ প্রদান করে।

তেমন ভাবেই আমাদের বাড়ির সামনে লেকটাউনে প্রতিবছর মেলা অনুষ্ঠিত হয়। যেটি এই বছর ৫২ বছরে পদার্পণ করেছে। এই মেলাটি অনুষ্ঠিত হয় ঠিক কালীপুজোর দিন থেকে জগদ্ধাত্রী পুজোর শেষ দিন পর্যন্ত ।প্রায় ১৪ দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হয়।

WhatsApp Image 2024-11-07 at 00.36.33.jpeg


ছোটবেলা থেকেই এই মেলায় আমি যাই ,বলতে গেলে আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমি এই মেলাতে যাচ্ছি। এমন কোনো বছর যায়নি যে এই মেলায় যাওয়া আমি বাদ দিয়েছি ।14 দিনের মধ্যে একদিন হলেও আমি ঠিক গিয়েছি ।আর আমার কাছে এই মেলা ভীষণ ভালো লাগে ।কারণ সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় । এই মেলার আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ১৪ দিন রোজই ভিড় থাকে একই রকম ভাবে ।এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ।কারণ মেলায় ভিড় না হলে ঠিক মজা হয় না।

WhatsApp Image 2024-11-07 at 00.46.11 (1).jpeg

WhatsApp Image 2024-11-07 at 00.46.11.jpeg

WhatsApp Image 2024-11-07 at 00.46.10.jpeg

মেলাতে গেলেই আমি বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলি। এবারও তাই গিয়ে খেলেছি। দুটো লজেন্স পেয়েছি🤪। আর আচার কেনা মাস্ট। প্রতিবারই গেলে আচারের দোকান থেকে আচার কিনি ।আর মেলায় যাব খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না ।

WhatsApp Image 2024-11-07 at 00.36.34 (1).jpeg


পুরো মেলা ঘুরে ফুচকা আর মোমো খেয়ে ছিলাম। এরপর বাড়ি আসার পথে গরম গরম জিলিপি নিয়ে এসেছিলাম। যেটা প্রতি বছর করে থাকি ।আর খুব সুন্দর একটা সময় কাটিয়ে চলে এলাম।

WhatsApp Image 2024-11-07 at 00.36.34.jpeg

WhatsApp Image 2024-11-07 at 00.36.48.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  
 2 months ago 

মেলায় যেতে আমি নিজেও খুব পছন্দ করি দিদি। আর সেটা যে মেলাই হোক না কেন। আলাদা রকম একটা আনন্দ কাজ করে মেলায় গেলে। এই মেলা দেখছি অনেক বছর পর্যন্ত হয়ে আসছে। আপনি পাঁচ বছর বয়স থেকে প্রত্যেকটা বছর এই মেলায় গিয়ে থাকেন শুনে ভালো লাগলো। বুঝতে পারছি সব সময় অনেক ভালো সময় কাটানো হয়। ঠিক তেমনি ভাবে এই বছরও ভালো সময় কাটালেন দেখে ভালো লাগলো। খাওয়া দাওয়াও করেছিলেন জেনে ভালো লাগলো।

 2 months ago 

মেলায় ঘুরতে অনেক ভালো লাগে আমার নিজেরও।মেলায় নানান রকমেরঐতিহ্যবাহি জিনিস দেখতে পাওয়া যায়। আর সেই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতেও ভালো লাগে।আপনি অনেক ছোটবেলা থেকেই এই মেলায় গিয়েছেন শুনে অনেক ভালো লাগলো।এটা ঠিক বলেছেন দিদি মেলায় ভিড় না হলে মজা হয় না। আপনাকে অনেক সুন্দর লাগছে দিদি। বেশ ভালো সময় মেলায় কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো । অনেক ধন্যবাদ দিদি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

মেলাতে গেলেই আমি বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলি। এবারও তাই গিয়ে খেলেছি। দুটো লজেন্স পেয়েছি🤪।

আমিও মেলায় গিয়ে বেলুন ফাটানো খেলি বৌদি। ১০ বার গুলি মেরে মিনিমাম ৮/৯ টা বেলুন ফাটাতে পারি হা হা হা। যাইহোক মেলায় ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। আপনারা মেলায় ঘুরাঘুরি করে এবং মজার মজার খাবার খেয়ে দারুণ সময় কাটিয়েছেন দেখছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

মেলায় গিয়ে সময়টা যে দারুণ উপভোগ করেছেন, তা কিন্তু আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে দিদিভাই। জীবন হোক আনন্দময়।

 2 months ago 

আপনি ও দেখছি আমার মতো ছোট বেলা থেকেই মেলায় যেতেন। আর একটা বিষয় আমি ও যখন মেলা থেকে বা কোন ওয়াজের বাড়ি থেকে বাসায় আসি তখন আমার আম্মুর জন্য জিলাপি নিয়ে আসি। আমার আম্মু জিলাপি খুব পছন্দ করে। আপনি দেখছি মেলায় অনেক ভালো সময় পার করেছেন।আর আমাদের মাঝে এতো সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।