বৃক্ষের বুক ফালা করার ব্যর্থ প্রয়াস একটি ব্লেডের
দাদা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে বৃক্ষের বুকে ব্লেড দিয়ে ফালা তৈরি করার ফটোগ্রাফি আমার মনকে বেশি নাড়া দিয়েছে। আসলে আমরা বড়ই নিষ্ঠুর। বৃক্ষ যেমন আমাদের বিভিন্ন উপকারে আসে তেমনি আমরা সেই বৃক্ষকে প্রতিনিয়ত আঘাত দেই। কারনে অকারনে আমরা বৃক্ষের ডালপালা ও বাকল চিরে তাদেরকে কষ্ট দেই। হয়তোবা বৃক্ষের আমাদের মত কথা বলার ভাষা নেই কিন্তু তাদের কষ্টগুলো আমাদের মতই। মানুষ যেমন তার কোন অঙ্গ পতঙ্গ কেটে গেলে কষ্ট পায় তেমনি কোন ধারালো কিছু দিয়ে কোন গাছে আঘাত করলেও সেই গাছ কষ্ট পায়। তাই আমাদের চারপাশে যেগুলো গাছপালা রয়েছে সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ত্ব শুধু মাত্র আমাদের। একটি ব্লেড দিয়ে বৃক্ষের বুকফালা করার ছবিটি শুধুমাত্র একটি ফটোগ্রাফি নয় এর অর্থ অনেক বেশি। গভীরভাবে চিন্তা করলে এর অর্থের বিশালতা অনুভব করা যায়। ধন্যবাদ আপনাকে দাদা দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।