ভাইয়া আপনি ঠিক ই বলেছেন মিষ্টি জিনিস মাঝে মাঝে ঠান্ডা খেতে ভারি মজা। যেমন ঠান্ডা সেমাই, ঠান্ডা রসমালাই।আর এত ইজি স্টেপে আপনি রেসিপি টি শেয়ার করেছেন যে আমারও এখন সেমাই বানিয়ে খেতে ইচ্ছে করছে।আমি অবশ্য কিশমিশ যোগ করি।আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।