দাদা আপনি অনেক বেশি সুন্দর করে দুর্গাপুজোর ছয় নাম্বার পর্ব আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আর এই পর্বটা পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। চিকেন শর্মা খেতে একেবারেই ভালো ছিল না এটা বুঝতেই পারলাম। আসলে ভালোলাগা থেকে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, তখন যদি খাবারের মনটা এরকম হয়, তখন একেবারেই ভালো লাগেনা। আমিও ঠিক আপনার মতই খাবার ভালো না লাগলে এরকম ভাবে বলে ফেলি।