হলুদ রঙের আলাদা অর্থ আছে৷ তুমি কবিতায় সে অর্থ নানান আঙ্গিকে তুলে ধরেছ। শাড়ি ও নারীর যে হার্দিক বন্ধন তা অনেকখানি স্পষ্ট। চমৎকার লিখছ বন্ধু।
হলুদ রঙের আলাদা অর্থ আছে৷ তুমি কবিতায় সে অর্থ নানান আঙ্গিকে তুলে ধরেছ। শাড়ি ও নারীর যে হার্দিক বন্ধন তা অনেকখানি স্পষ্ট। চমৎকার লিখছ বন্ধু।
শাড়িতে নারী এবং প্রতিটি শাড়ির আলাদা আলাদা ভাবার্থ আছে। বিশেষ করে গায়ে হলুদের শাড়ি এবং বিয়ের শাড়ি। অনুপ্রেরণামূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা তোমার প্রতি।