জীবনে বড় হতে গেলে বা সামনে এগোতে গেলে অনুপ্রেরণার বিরাট মূল্য রয়েছে। সফল ব্যক্তিদের অনুপ্রেরণা একরকম, আর অসফল ব্যক্তি থেকে সফল হওয়ার অনুপ্রেরণা আরেকরকম। তবে আমিও সহমত একমুখী হলে চলে না। বর্তমান যুগ যেমন সেখানে বহুমুখী হয়ে চলাই নিজেদের ভবিষ্যতের পক্ষে উপযুক্ত। তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি নিশ্চয়ই একদিন তোমার উদ্দেশ্যে সফল হবে।
আশীর্বাদ করো দিদি,এত সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ তোমাকে ,ভালো থেকো।