কক্সবাজার ভ্রমণের প্রতিটা পর্বই বেশ ভালো লাগছে। আমি মনে হয় আগের পর্বটা মিস করে গেছি। ওদেশে কক্সবাজার খুব বিখ্যাত সবার পোস্টেই দেখি প্রায়। বিচে তাড়াতাড়ি সন্ধ্যে নেমে গেলেও মানুষজন থাকে না এই বিষয়টা আমাকে বেশ অবাক করেছে। আমি এরকম কোন বিচ দেখিনি বা শুনিওনি। এরকমটা হবার আলাদা কোনো কারণ আছে কি?
সব বিচে এমন হয় না, শুধু ইনানী বিচে এমন টা হয়। আমরা ছিলাম লবনী বিচে সেখানে প্রায় সারা রাতেই মানুষ থাকে। ইনানি বিচ শহর থেকে অনেকটা দূরে এবং তার আশেপাশে তেমন কোন হোটেল কিংবা রেস্টুরেন্ট নেই থাকার জন্য এবং যতগুলো রেস্টুরেন্ট কিংবা হোটেল রয়েছে সেটা ইনানী বিচ থেকে অনেকটাই বেশি দূরে। তাই এমনটা হয়।