এই অ্যাপটা বেশ কিছুদিন ব্যবহার করছি। তবে আমার যে নিয়মিত অনেকটা করে হাঁটা হয় তা কিন্তু নয়। কিন্তু এখন চেষ্টা করি হেঁটে কিছুটা অন্তত স্টেপস করার। আসলে আমার তো জামা কাপড়ের পকেট নেই তাই ফোন নিয়েও সব সময় বেরোনো হয় না। পরতো স্টেপ কাউন্ট কমে যায়। যাই হোক আপনার পোস্টটি দেখে এনজয় করলাম। দেখি আমিও সময় করে পোস্ট শেয়ার করব।
নিয়ম মতো হাটাহাটি করতে শুরু করেন কাজে দিবে।