প্রথমেই বলি বিড়ালটি অপূর্ব দেখতে। আমিও ছোটবেলা থেকে বিড়াল খুব ভালোবাসি তবে আমাদের বাড়িতে অনেকগুলো বেড়াল ছিল। তাই বেড়ালের এই অঙ্গভঙ্গি গুলো আমার কাছে খুবই পরিচিত। আসলে জানেন তো বিড়াল সম্ভবত দিনে ১৭ থেকে ১৮ ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। আর সেই জন্যই যখনই ঘুম ভাঙ্গে তখনই আড়মোড়া ভাঙ্গে। আপনি বেশ সুন্দর করে বর্ণনা করেছেন বেড়ালের কর্মকাণ্ডগুলো। হা হা হা।
আমি কেন জানি পশু পাখি একটু বেশি পছন্দ করি।