You are viewing a single comment's thread from:
RE: অল্প দিনের মায়া। (লাইফস্টাইল পোস্ট )
পাশের ছাদে কিভাবে মারা পড়লো? সত্যি বলতে কি কোন পশু পাখি বাড়িতে পুষে রাখলে যতটা আনন্দদায়ক হয় তাদের মৃত্যু ততখানি কষ্টকর। আমার দাদা একবার নয়টা হাঁস পুষেছিল। প্রচন্ড শীতে কোনভাবেই তাদের রাখতে পারছিল না। পরবর্তীতে যখন দুটোতে গিয়ে ঠেকলো আর তারই একটা যেদিন মারা গেল দাদার সে কি ভয়ঙ্কর কান্না। তারপর থেকে মা আর কোন পশুর প্রাণী পৌঁছে দেন না। আপনার জন্য খুবই কষ্ট হচ্ছে কারণ এই অনুভূতির মধ্য দিয়ে আমিও গিয়েছি একটা সময় আমার খাঁচাতে অনেক বদ্রি পাখি ছিল।