You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৬
কিসের মোহে আছো তুমি,
কি বুঝ দিবে,এলে সময়।
কিসের মাঝে ডুবে আছো,
দেখাচ্ছো কিসের বিনিময়।
সত্যি কি তুমি সঠিক,
নাকি দেখাও শুধু আমিত্ব।
মিথ্যার আবরণে থেকে বড়াই করা,
এ যেন ধ্বংস অনিবার্য।
সময় তো এখনো, আছে অনেক।
বুঝে নাও আপন পর।
খারাপের চাদরে না ঢেকে,
ভালো হয়ে থাকো জীবনভর।
ভাহ খুব দারুন লিখেছো।💕
অণু কবিতা পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।