আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সত্যিটা এখন বিশ্বাস করে না কেউ
মিথ্যাটা নিয়ে করে সবাই টানাটানি,
সম্পর্কের মাঝে ভাঙ্গনের দেয়াল
শত্রুতা বাড়াচ্ছি তুমি আর আমি।
লেখক:
লেখকের অনুভূতি:
সময়ের গতি সত্যি বড্ড বেশী নির্মম, মিথ্যার আবরণে সত্যতে যেমন কলুষিত করে দেয় ঠিক তেমনি ভিন্ন মানসিতার আঘাতে সম্পর্ক বিনষ্ট করে দেয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কিসের মোহে আছো তুমি,
কি বুঝ দিবে,এলে সময়।
কিসের মাঝে ডুবে আছো,
দেখাচ্ছো কিসের বিনিময়।
সত্যি কি তুমি সঠিক,
নাকি দেখাও শুধু আমিত্ব।
মিথ্যার আবরণে থেকে বড়াই করা,
এ যেন ধ্বংস অনিবার্য।
সময় তো এখনো, আছে অনেক।
বুঝে নাও আপন পর।
খারাপের চাদরে না ঢেকে,
ভালো হয়ে থাকো জীবনভর।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
ভাহ খুব দারুন লিখেছো।💕
অণু কবিতা পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।
স্নেহের ভাঁজে জড়ানো ছিল ভালোবাসা,
আজ তাতেও জাগে সন্দেহের ভাষা।
বিশ্বাসের মঞ্চে যেন ধোঁয়ারা পর্দা,
সেখানে মিথ্যে বাজে সত্যের সরদা।
তোমার আমার গল্প ছিল স্বপ্ন ঘেরা,
আজ শুধু কাঁটা দিয়ে গড়া এক ডেরা।
মনের আকাশে কালো মেঘ জমেছে,
শ্রাবণের ধারায় প্রেমটা ভেসে গেছে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
অসাধারণ অণু কবিতার লিখেছেন ভাই।
মিথ্যারা এখন চরম শীর্ষে
সত্যেরা লুটায় ধুলায়,
মানসিকতাগুলি খুব সহজেই
মিথ্যের আশ্রয়ে কুলায়।
সম্পর্কের মাঝে বিচ্ছেদের জাল
তোমার-আমার মাঝের বাঁধা মহাকাল।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
সত্যের মূল্য সত্যিই তুল্য,
সত্যের পরাজয় ।
সত্যের পথে যে জন চলে ,
হয়ে যায় তার বহু শত্রু।
তবু ও সত্য কে বহাল রাখিয়া,
চলি সকলেরই সাথে।
এভাবেই ভেঙ্গে যাচ্ছে ,
গভীর সম্পর্কের বাঁধন।
সত্য মিথ্যার ভেড়াজালে চলছে বিরামহীন যুদ্ধ,
হেরে যাচ্ছে মানুষ, হারাচ্ছে ঐক্য স্নেহ।
প্রেমের জায়গায় দানা বাঁধে বিদ্বেষ,
মনে মনের দূরত্ব বেড়ে যায় কিলোমিটারে,
কোন জায়গায় যেন শান্তি নেই এই ধরনীতে।
সত্য এখন সবার কাছে হাস্যকর
মিথ্যা এখন প্রশংসনীয়,
সত্যের আর মিথ্যার আলো আঁধারে
সম্পর্ক হয় নিন্দনীয় ।
মিথ্যার জয়জয়কার সবখানে
সত্য বাতাসের ধূলি কণায় ভেসে বেড়ায়,
সত্য মিথ্যার দ্বিধা দ্বন্দ্বে
সম্পর্ক ভেঙ্গে যায় মিথ্যার বড়াইয়ে।
সত্যর আড়ালে মিথ্যার লুকোচুরি;
বিশ্বাসে ধরেছে ভাঙনের হাতছানি।
উটকো মানুষের মিছে মুখের বুলিতে,
অযথা দুরত্ব বাড়াচ্ছি দুজনার মাঝে।
এসো সব ভুল বুঝা বুঝিকে পিছনে ফেলে,
সুখের শিখরে নিয়ে যাই দুজনের জীবনকে।
মিথ্যার আড়ালে সত্যি আছে
জেনে ও করি না জানাজানি
সম্পর্ক আজ ঠুনকো করেছি
মিলে মিশে মোরা আজ দুজন ই।
মিথ্যার স্রোতে ডুবে যায় সত্য,
সম্পর্কে আসে ভাটা।
বিশ্বাস যেখানে নীরবে মরে
সম্পর্ক সেখানে চোখে ঝরে।
আজ বড্ড অসহায় লাগে
নিজেদের সম্পর্ক নিয়ে,
একটি সময় ছিল
ছিল যত স্বপ্ন,
ছিল আনন্দঘেরা জীবন
আজ স্বার্থের টানে,
সুন্দর হৃদয় ও সম্পর্ক ভাঙ্গনের দেয়াল।
বড় ইচ্ছে করে আগের মত
পেতে সেই দিন ,
মানুষ মানুষের প্রতি ভালোবাসা
শ্রদ্ধা ভক্তি আদর্শে ঘেরা সেই জীবন ।