You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৬

in আমার বাংলা ব্লগ2 days ago

সত্যর আড়ালে মিথ্যার লুকোচুরি;
বিশ্বাসে ধরেছে ভাঙনের হাতছানি।
উটকো মানুষের মিছে মুখের বুলিতে,
অযথা দুরত্ব বাড়াচ্ছি দুজনার মাঝে।
এসো সব ভুল বুঝা বুঝিকে পিছনে ফেলে,
সুখের শিখরে নিয়ে যাই দুজনের জীবনকে।