নাটক রিভিউ || বিয়ে সাদী

in আমার বাংলা ব্লগ2 days ago

Screenshot_2024-12-20-13-25-43-12.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা.. কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন শুরু করা যাক..


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য..

নাটকবিয়ে সাদী
পরিচালকতারেক রেজা রহমান সরকার
শিল্পীআরোশ খান , তাসনুভা তিশা, সোমু চৌধুরী, টুনটুনি আপা, সাবিহা জামান, শারমিন এবং আরো অনেকেই
সম্পাদনা ও রঙসামিম হোসেন
সঙ্গীতআপেল মাহামুদ এমিল
লেখকরিফাত আদনান পাপন
ভাষাবাংলা
দৈর্ঘ্য৪৬ মিনিট
প্রকাশইউটিউব , ১০ নভেম্বর ২০২৪ ইং


কাহিনী সংক্ষেপে


Screenshot_2024-12-20-22-15-17-41.jpg

Screenshot_2024-12-20-22-15-32-04.jpg


এই গল্পের শুরুতে দেখা যায় গল্পের নায়ক তার পরিবারের সবার সাথে বসে আছে ৷ পাশেই তার বাবা তাদের পরিবারের ঐতিহ্য মুরুব্বিকে ( বেশ পুরনো একটা বাইক ) পরিস্কার করছে ৷ একটু পরেই গল্পের নায়ক সাজিদের ফোনে ফোন আসে ৷ গল্পের নায়িকা নীলা সাজিদকে ফোন করেছে ৷ সাজিদ ফোন রিসিভ করে নীলার সাথে কথা বলে ৷ কিন্তু নীলা সাজিদের কথা শুনে রেগে যায় ৷

সাজিদ এবং নীলা দু'জন দুজনকে ভালোবাসে ৷ বেশ পুরনো প্রেমের সম্পর্ক তাদের ৷ প্রেমের এই সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে তাদের ৷ দু-পরিবারের মাঝে কথাবার্তা সব ঠিকঠাক হয়েছে ৷ কয়েক দিনের মাঝেই বিয়ে হবে সাজিদ এবং নীলার ৷ সব কিছুই ঠিকঠাক আছে , শুধু একটু সমস্যা ৷ এজন্যই রেগে যাচ্ছে নীলা , আর সাজিদ তাকে বোঝানোর চেষ্টা করছে বারবার ৷


Screenshot_2024-12-20-22-15-56-53.jpg

Screenshot_2024-12-20-22-16-16-30.jpg


কিছু দিনের মাঝেই সাজিদ এবং নীলার বিয়ে ৷ সব কিছুই প্রায় ঠিকঠাক আছে ৷ তবে এর মাঝে একটু সমস্যা হচ্ছে সাজিদের বাবার ইচ্ছে ৷ সাজিদের বাবার ইচ্ছে সাজিদের বিয়েটা তাদের পরিবারের ঐতিহ্য মেনেই হোক ৷ তাদের পরিবারে বেশ পুরনো একটা নীতি আছে ৷ বংশ পরম্পরায় সবাই এই নিয়ম মেনে বিয়ে করেছে ৷ সাজিদের বাবার ইচ্ছে তার ছেলে সাজিদও সেই নিয়মে বিয়ে করুক ৷ তাদের বাড়িতে বেশ পুরনো একটা বাইক আছে , যাকে সবাই মুরুব্বি বলে ৷ সাজিদের বাবার তিন পুরুষ বিয়ে করে এই মুরুব্বিতে নতুন বৌউ বাড়ি নিয়ে এসেছে ৷ তাদের এটা একটা ঐতিহ্য এবং নিয়ম ৷ এভাবেই নতুন বিয়ে করে বৌউকে বাড়ি তুলতে হয় ৷ সাজিদের বাবার ইচ্ছে সাজিদও বিয়ে করে মুরুব্বিতে নতুন বৌউমাকে বাড়ি নিয়ে আসুক ৷ এই যুগে বেশ পুরনো একটা বাইকে বৌউ সেজে আসতে নীলা রাজি নয় ৷ তাই সে রেগেমেগে সাজিদ কে বারবার তার বাবাকে বোঝাতে বলছে ৷ যাতে বিয়েতে এভালে তাকে শ্বশুর বাড়িতে যেতে না হয় ৷


Screenshot_2024-12-20-22-17-28-63.jpg

Screenshot_2024-12-20-22-18-16-47.jpg


সাজিদ তার বাবার কাছে এসে বারবার বোঝানোর চেষ্টা করছে ৷ কিন্তু তার বাবা তার জায়গায় অটুট ৷ বিয়ে হলে পরিবারের ঐতিহ্য মেনেই হবে ৷ নতুন বৌউকে মুরুব্বিতেই আসতে হবে ৷ বাবার এমন কড়া কথায় সাজিদ আর কিছু বলতে পারে না ৷ এদিকে নীলা বারবার ফোন দিয়ে সাজিদকে রাগ দেখাচ্ছে , সে কোনোমতেই মুরুব্বিতে বৌউ সেজে যেতে পারবেনা ৷ সাজিদ তার বাবাকে ভীষণ ভালোবাসে তাই বাবার অবাধ্য হতে পারছে না ৷ এদিকে নীলাকেও সে ভীষণ ভালোবাসে , তাকে ছাড়াতে রাজি নয় ৷ দুটো প্রিয় মানুষ জেদের মাঝে সাজিদ কি করবে বুঝতে পারে না ৷


Screenshot_2024-12-20-22-18-34-48.jpg

Screenshot_2024-12-20-22-18-56-73.jpg


সাজিদ নীলাকে অনেক বোঝানোর চেষ্টা করে , কিন্তু নীলা মুরুব্বিতে আসতে রাজি হয় না কোনোমতে ৷ সাজিদ যখন বারবার বোঝানোর চেষ্টা করে , তখন নীলা বিয়ে ভেঙে দিতে বলে ৷ সাজিদ নীলার এমন আচরনে অনেক কষ্ট পায় ৷ সাজিদের বাবা ছেলের এই কষ্ট দেখতে পায় ৷ তাই নিজের ইচ্ছে , পরিবারের ঐতিহ্য মুরুব্বিটা দূরে ফেলে দিয়ে আসে ৷ পরের দিন মুরুব্বি চুরি হয়েছে বলে সবাই জানতে পারে ৷ মুরুব্বি নেই দেখে সাজিদ বেশ খুশি হয় ৷ সে আবার নীলার সাথে যোগাযোগ করে ৷ নীলাও বেশ খুশি হয় ৷ তাদের বিয়ের সময় কাছাকাছি আসতে শুরু করে ৷ সাজিদ এবং নীলৈ দু'জনই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ৷


Screenshot_2024-12-20-22-19-30-67.jpg

Screenshot_2024-12-20-22-19-56-12.jpg

Screenshot_2024-12-20-22-20-14-11.jpg


এদিকে মুরুব্বি হারিয়ে সাজিদের বাবা খুব কষ্ট পায় ৷ মুরব্বি জন্য তার মন খারাপের শেষ নেই ৷ ছেলের সুখের জন্য পরিবারের ঐতিহ্য নিয়ম নীতি, নিজের ইচ্ছে সব কিছুই বিসর্জন দিয়ে বসে আছে সাজিদের বাবা ৷ তারপরই নীলার বান্ধবী পুলিশের কাছে সেই মুরব্বির খোজ পায় ৷ মুরুব্বির খোজ পেয়ে নীলাকে জানায় ৷ নীলা চলে যায় মুরুব্বি দেখতে ৷ সেটা একটা জঙ্গলে মাঝে ফেলে দেওয়া হয়েছে ৷ মুরব্বির সাথে একটা চিঠিও ছিলো ৷ সেই চিঠি পড়ে নীলা জানতে পারে সাজিদের বাবা ইচ্ছে করেই মুরুব্বিকে এখানে ফেলে গেছে ৷ ছেলের সুখের জন্যই মুরুব্বিটা রেখে গেছে জঙ্গলের মাঝে ৷ নিজের ভালোবাসা পরিবারের ঐতিহ্য সম্মানের সেই মুরুব্বি ফেলে দিয়েছে ছেলের সুখের জন্য ৷ নীলা যখন চিঠি পড়ে বুঝতে পারে এই সব কাহিনীতখন সে ভীষণ কষ্ট পায় ৷


Screenshot_2024-12-20-22-20-36-54.jpg

Screenshot_2024-12-20-22-20-46-65.jpg


দেখতে দেখতে নীলা এবং সাজিদের বিয়ের দিন চলে আসে ৷ সুন্দর ভাবে তাদের বিয়েটা হয়েও যায় ৷ বিয়ের পর নীলা তার পরিবারের কাছে বিদায় নেয় ৷ এবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা , তখন দেখা যায় দূরে সাজিদ মুরুব্বি নিয়ে দারিয়ে আছে ৷ সাজিদের বাবা মুরুব্বি দেখে চোখের পানি ধরে রাখতে পারে না ৷ বাবা ছেলের একটা ইমোশনাল দৃশ্যে....এরপর নীলা এবং সাজিদ সেই মুরুব্বিতে করে বাড়ি ফিরে আসে ৷ এখানেই এই নাটকের গল্পটা শেষ হয় ৷


Screenshot_2024-12-20-22-25-45-39.jpg

Screenshot_2024-12-20-22-26-24-50.jpg


রেটিং:-০৮


আমার মতামত:-

বিয়ে সাদী এই নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ নাটকের গল্প সবার অভিনয় সব মিলিয়ে বেশ ভালোই ছিলো ৷ অন্যরকম একটা গল্প নিয়ে এই নাটকটি তৈরি করা হয়েছে , যা বাস্তবতাকেই ফুটিয়ে তুলেছে ৷ আমরা দিন দিন পুরনো দিনের ঐতিহ্য নিয়ম নীতি সব কিছুই ভুলে যাচ্ছি ৷ নতুনত্বের মাঝে ডুবে পুরনো দিনের সংস্কৃতি ভুলে যাচ্ছি ৷ পুরনো দিনের আবেগ অনুভূতি মেশানো সংস্কৃতি ঐতিহ্য আমরা আধুনিকা মাঝে এসে মেনে নিতে পারছি না ৷ কিন্তু সে সবের মাঝে কত কিছু মিশে আছে কেবল তারাই বুঝে যারা সেই ঐতিহ্যের সাথে ছিলো ৷ যাই হোক , খুবই সুন্দর একটা নাটক ৷ আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে ৷



নাটকের লিংক


🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

puss_mini_banner12.png


Sort:  
 2 days ago 
 2 days ago 

Picsart_24-12-21_00-14-54-659.jpg

 2 days ago 

আরোশ খান আমার অনেক পছন্দের একজন নায়ক। আরোশ খান অভিনীত অনেক নাটক আমার দেখা হয়েছে প্রত্যেকটি নাটক ভীষণ ভালো লাগে। তার অভিনয় দক্ষতা ভীষণ প্রশংসনীয়। আজ আপনি আরশ খান অভিনীত বিয়ে-সাদী নাটকটি আমাদের সাথে শেয়ার করেছেন। এই নাটকটি আমার দেখা হয়েছে। আসলেই নাটকের থেকে অনেক কিছু শেখার আছে। সুন্দর নাটকটি সুন্দর উপস্থাপনায় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 23 hours ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 days ago 

আসলেই এই গল্পটি বেশ অন্যরকম! আনকমন একটি গল্পের নাটক রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। নাটক টি যদিও আমার দেখা হয় নি! তবে রিভিউ পড়ে দেখার আগ্রহ তৈরি হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।

 23 hours ago 

এই নাটকের গল্প কাহিনী একটু অন্যরকম ই ৷ ভালোলাগার মতোই ৷ ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যে জন্য দিদি ৷

 2 days ago 

আরোশ খান বর্তমান সময়ে খুব ভালো ভালো নাটক করছে।আজকে আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। বিয়ে-শাদী নাটকের খুঁটিনাটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার পোস্ট পড়ে নাটক সম্পর্কে ধারণা নিতে পারলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 23 hours ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 yesterday 

আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 23 hours ago 

এই নাটকের রিভিউ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

 yesterday 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। কিছু দিন আগে এই নাটকটির কিছু অংশ দেখে ডাউনলোড করছি।তবে পুরো নাটকটি এখনো দেখা হয়নি। আপনার নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 23 hours ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 21 hours ago 

বিয়ে-সাদী নাটকটা দেখিনি। কিন্তু আমার কাছে এই নাটকের কাহিনীটা অনেক দারুন লেগেছে। আরশ খানের নাটক খুব একটা দেখা হয় না আমার। কিন্তু মাঝেমধ্যে দেখার জন্য চেষ্টা করি। এই নাটকের শেষের কাহিনী টা অনেক সুন্দর ছিল। আমার কাছে পুরো নাটকের রিভিউটা পড়তে খুব দারুন লেগেছে।

 2 hours ago 

আপনার কাছ থেকে আজকের এই নাটক এর রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এই নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনা আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ তবে এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷