বিয়ে-সাদী নাটকটা দেখিনি। কিন্তু আমার কাছে এই নাটকের কাহিনীটা অনেক দারুন লেগেছে। আরশ খানের নাটক খুব একটা দেখা হয় না আমার। কিন্তু মাঝেমধ্যে দেখার জন্য চেষ্টা করি। এই নাটকের শেষের কাহিনী টা অনেক সুন্দর ছিল। আমার কাছে পুরো নাটকের রিভিউটা পড়তে খুব দারুন লেগেছে।