You are viewing a single comment's thread from:

RE: গ্রামের মাটিতে দাঁড়িয়ে শরতের আকাশ দেখা।১৩ অক্টোবর ২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দূর্গা পূজা এবার গ্রামে করলেন জেনে অনেক ভালো লাগলো ৷ আসলে গ্রামের পূজাতেও বেশ মজা হয় ৷ নিজের পূজা মন্ডপ থাকলে আসলে একটু বেশিই চাপ থাকে ৷ মায়ের পূজার জন্য প্রচুর ফুল বেলপাতা প্রয়োজন হয় ৷ যেগুলো সংগ্রহ করা একটু কঠিন ৷ পূজার জন্য প্রচুর ব্যস্ততার মাঝে দিন গুলো কেটেছে আপনার , তো দাদা পূজার ফটোগ্রাফি ও পূজার দিনের ব্যস্ততার গল্প আর অনুভূতি কেমন ছিলো আপনার আশা করি খুব শীঘ্রই আমাদের মাঝে শেযার করবেন ৷ আর গ্রামের অপরুপ সৌন্দর্য সত্যি চমৎকার মনোমুগ্ধকর যা দেখে সত্যিই অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য ৷