You are viewing a single comment's thread from:
RE: গঙ্গার তীরবর্তী একটি রিসর্টে উন্মুক্ত প্রকৃতির মাঝে কিছুক্ষণ
তনুজা বৌদিকে দেখতে অনেক বেশি মিষ্টি লাগছে। অবশ্য তনুজা বৌদির অনেক বেশি সুন্দর আমার চোখে তাই জন্যই এতটা মিষ্টি লাগে। আপনাকে আর বৌদিকে একসাথে পাশাপাশি দেখে ভালো লাগলো। সাইকাস গাছ অনেক বছর পর দেখলাম আমি। অনেক বছর হয়ে গেছে আমার সাইকাস গাছ সামনাসামনি দেখিনি। আগে স্কুলে থাকতে এই গাছ সম্পর্কে অনেক বেশি পড়ালেখা করতে হয়েছে। আর আজকে অনেকদিন পর দেখলাম, ধন্যবাদ দাদা। আমাদের সাথে আপনি এতগুলো ছবি শেয়ার করেছেন বলে।🥰
আমাদের এদিকেও আপনার পোষ্টের ওই প্রথমদিকে পাতাবাহার টি অনেক বেশি পাওয়া যায়।