গঙ্গার তীরবর্তী একটি রিসর্টে উন্মুক্ত প্রকৃতির মাঝে কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20211027_153049.jpg


পাতাবাহার উদ্ভিদ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153156.jpg


লাল লাল ফুল (দারুন দেখতে, নাম জানা নেই )
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153356.jpg


দারুন সুন্দর নয়নহরণ সাদা একটি ফুলের close up শট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153413.jpg


আবার সেই লাল রঙের সুন্দর ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153426.jpg


আরেকটি পাতাবাহার উদ্ভিদ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153631.jpg

IMG_20211027_153638.jpg


সাইকাস, জীবন্ত জীবাশ্ম
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153800.jpg


ঘাসের শীর্ষের ক্লোজআপ ফটোশুট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153847.jpg


প্রকৃতির মাঝে তনুজার পিক
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_153944.jpg


অনতিদূরে ওই গঙ্গা দেখা যায়
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154126.jpg

IMG_20211027_154133.jpg

IMG_20211027_154144.jpg


বাহারে সেই নাম না জানা ফুলের আরো কয়েকটি শট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154257.jpg


গোধূলি বেলার কুয়াশা মাখা গঙ্গা
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154328.jpg

IMG_20211027_154347.jpg

IMG_20211027_154356.jpg


রাধাচুড়া ফুল খুব সম্ভবতঃ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_154406.jpg

IMG_20211027_155810.jpg


আরো একটি পাতাবাহার গাছ
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_155929.jpg

IMG_20211027_161016.jpg


গঙ্গা তীরে দু'জনের সেলফি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_161223.jpg


গঙ্গা বক্ষে জেলে ডিঙি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_161305.jpg

IMG_20211027_161323.jpg


বিরাট এক অশ্বথ গাছের কান্ড
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_161341.jpg

IMG_20211027_161349.jpg


লতায় পাতায়
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_162234.jpg


গান্ধী ঘাট
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_162358.jpg

IMG_20211027_162556.jpg

IMG_20211027_162636.jpg


কৃত্রিম লেক
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_162703.jpg

IMG_20211027_163322.jpg


উন্মুক্ত প্রকৃতি
আলোকচিত্র তোলার তারিখ : ২৭শে অক্টোবর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211027_163451.jpg

IMG_20211027_163502.jpg


নানা রকমের পাতা বাহারি উদ্ভিদ
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  
 3 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফটোগ্রাফি একজন প্রফেশনাল ফটোগ্রাফার এত সুন্দর ফটোগ্রাফি করতে পারে না। আর বিশেষ করে জায়গাটা খুবই সুন্দর। এত সুন্দর জায়গায়ই যখন আমরা ভ্রমণ করি তখন সত্যি আমাদের মন অনেক ভাল হয়ে যায় ।যদি মন খারাপ থাকে তারপরও এত সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করার মাধ্যমে আমাদের মন ভালো হয়ে যায়। আমি বিশ্বাস করি আমার মনে হচ্ছে আপনি এই দিনটি সত্যিই অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। আপনার এই দিনটি স্মৃতির পাতায় রয়ে গেছে। খুবই সুন্দর সময় ছিল বৌদিকে সাথে নিয়ে এরকম সুন্দর পরিবেশের মধ্যে ভ্রমণ করার মজাটাই অন্যরকম। আপনারের জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমি কিছু মন্তব্য করতে পারি না, এটা সত্যিই আশ্চর্যজনক। অনেক মানুষ যারা এভাবে বাঁচতে চায় সুন্দর প্রকৃতি দেখার সময় আছে। এটা আশ্চর্যজনক

 3 years ago 

দাদা আমি আপনার ফটোগ্রাফির একজন ভক্ত। আপনার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর। আপনি খুব সুন্দর করে প্রতিটি ছবির নিচে বর্ণনা করে দেন। আর আপনার নাম না জানা লাল ফুলটার নাম হলো রঙ্গন। আপনার পরবর্তী ছবির অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

প্রত্যেক টা ছবিয় যেনো কথা বলতেছে।আর আপনার দুই নম্বর ছবিতে জে ফুল টি দেখা যাচ্ছে সেটি সম্ভবত রঙ্গন ফুল।আবার অনেক জায়গায় এটাকে রুগমিনি বলেও ডাকে।আর এছাড়াও পর্ত্বেক টি ছবি এই চোখ জুড়ানো।আর বৌদিকেও খুব মিষ্টি সুন্দর লাগছে।আপনাদের দু জনের জন্যেই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।🥰❤️

 3 years ago 

দাদা খুব অসাধারণ ফটোগ্রাফি হয়েছে। প্রতিটি ছবি দেখে আমি অভিভূত। প্রতিটি ছবিই খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

খুব সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন। প্রায় অনেকগুলো ছবি আমার অনেক পছন্দ হয়েছে। কয়েকটি ফুল রয়েছে আমার খুব প্রিয়

 3 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে প্রতিটি ছবিই খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা আপনাকে এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য দাদা।

 3 years ago 

তনুজা বৌদিকে দেখতে অনেক বেশি মিষ্টি লাগছে। অবশ্য তনুজা বৌদির অনেক বেশি সুন্দর আমার চোখে তাই জন্যই এতটা মিষ্টি লাগে। আপনাকে আর বৌদিকে একসাথে পাশাপাশি দেখে ভালো লাগলো। সাইকাস গাছ অনেক বছর পর দেখলাম আমি। অনেক বছর হয়ে গেছে আমার সাইকাস গাছ সামনাসামনি দেখিনি। আগে স্কুলে থাকতে এই গাছ সম্পর্কে অনেক বেশি পড়ালেখা করতে হয়েছে। আর আজকে অনেকদিন পর দেখলাম, ধন্যবাদ দাদা। আমাদের সাথে আপনি এতগুলো ছবি শেয়ার করেছেন বলে।🥰
আমাদের এদিকেও আপনার পোষ্টের ওই প্রথমদিকে পাতাবাহার টি অনেক বেশি পাওয়া যায়।

একটি ছবি অযুত শব্দের সমাহার প্রকাশ করতে পারে। এখানে নিযুত শব্দের সমাহার হতে পারত। যা কয়েকটি ছবির মাধ্যমেই তুলে আনা হয়েছে। দৃষ্টি নন্দন ছবি গুলো, সহজে প্রকৃতি প্রেমিদের মনে কোটি শব্দের জন্ম দিতে পারে। তবে অবশ্যই তার দেখার মত চোখ খাকতে হবে।
অন্যথায় এগুলো শুধুই ছবি। শুটারের অভিজ্ঞতা ও মননের বহিঃপ্রকাশ ছবি গুলো তার মনের পবিত্রতাকে প্রকাশ করেছে। তার মনের দিপ্তি, পাঠকের মনে জ্বলে উঠুক এই কামনায়-----

আসলেই অসাধারণ ছিলো সব মিলিয়ে, আপনার প্রতিটি ফটো খুব সুন্দর ছিলো। এমন প্রাকৃতিক দৃশ্য খুব কমই সরাসরি দেখা হয়। আপনি এমন সুন্দর পোষ্ট এর মাধ্যমে দেখলাম। আপনি যে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার কাটানো সুন্দর সময়। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।