কাঁকড়া ভর্তা রেসিপি আমি কখনো খাইনি। আমি তো এটাও জানতাম না কাঁকড়া ভর্তা করে খাওয়া যায়। দারুন ভাবে কাঁকড়া ভর্তা করেছেন দিদি। ভর্তা দেখেই তো লোভ লাগছে। এভাবে ভর্তা করে একদিন খেতে হবে ভাবছি। এতো সুন্দর রেসিপি ধারাবাহিকভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
একদিন এভাবে ঝাল ঝাল করে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। একবার খেতে কাঁকড়া পেলেই ভর্তা খেতে মন চাইবে।