You are viewing a single comment's thread from:

RE: পুরাতন মুভি রিভিউ : "অবাক পৃথিবী"

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা অবাক পৃথিবী মুভিটি, আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। এই মুভিটি আমি দেখেছি। আসলে উত্তম কুমারের অভিনয় মানে সবচাইতে সেরা এবং অনেক আনন্দময়।আমি এই মুভিতে উত্তম কুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে মুভি রিভিউ করেছেন। যখন রাস্তা টোকাই ছেলেটি উত্তম কুমারের ছাড়া যাবেনা। তখন উত্তম কুমার এই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল কিন্তু ভুল বসতো পুলিশ তাকে ছেলেধরা হিসেবে ফেঁসে যান।যার কারণে তাকে নানান রকমের ঝামেলায় পরতে হয়। তবে শেষ মুহূর্তে যদি ছেলেটি সত্য না বলতো তাহলে উত্তম কুমারের অনেক কঠিন শাস্তি হতো। তাই খুবই ভালো লেগেছে যখন ছেলেটি সত্য কথা বলে দিয়েছ। এটা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

Sort:  
 3 years ago 

হ্যা তার মতো অভিনয় আসলে হয় না। সাদা-কালো পর্দায় পুরো কাঁপানো অভিনয় তার। সবাই একসময় তার অভিনয় দেখার জন্য পাগল হয়ে যেত। ছোটো এই বাচ্চাটার আসলে এই কাহিনীতে উত্তম কুমারের সাথে বেশ মানিয়েছিল। অসাধারণ একটা মুভি বলতে গেলে।